রণক্ষেত্র কুলতলি, জয়নগরে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ! গ্রেফতার অভিযুক্ত

জয়নগরে (Jaynagar) টিউশন থেকে বাড়ি ফেরার পথে নাবালিকাকে যৌন হেনস্থা করে খুনের অভিযোগে সকাল থেকে রণক্ষেত্র কুলতলি (Kultuli)। রাতে জলাশয় থেকে দেহ উদ্ধারের পর দেখা যায় নাবালিকার শরীরে একাধিক আঘাতে চিহ্ন। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন জনতা। পুলিশের উপর আক্রমণ ইট-বৃষ্টি, থানা ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি এলাকায়। আগুন লাগিয়ে দেওয়া হলো মহিষমারি পুলিশ ক্যাম্পে। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

দক্ষিণ ২৪ পরগনা জয়নগর থানা (Jaynagar Police Station) এলাকার চতুর্থ শ্রেণীর ছাত্রী শুক্রবার সন্ধ্যায় মহিষমারিহাট এলাকায় টিউশন পড়তে গিয়েছিল। কোচিং থেকে বাড়ি ফেরার পথে রাস্তাতে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ পরিবারের। এরপর শিশুকে ধর্ষণ করে খুন করা হয়। থানায় প্রাথমিকভাবে রিপোর্ট করা হলেও পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এরপর নিকটবর্তী জলাশয় থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় এবং তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের অভিযোগ যদি প্রথম থেকেই গুরুত্বের সঙ্গে বিষয়টি পুলিশ দেখতো তাহলে শিশুটিকে এইভাবে ধর্ষিতা হয়ে খুন হতে হতো না। গ্রামবাসীদের বিক্ষোভে উত্তপ্ত জয়নগর থানা এলাকা।