Tuesday, November 4, 2025

টানা চার ম্যাচে হার, জামশেদপুরের কাছে ম্যাচ হেরে কী বললেন লাল-হলুদ কোচ বিনো জর্জ ?

Date:

আইএসএল-এ এখনও জয়ের রাস্তায় ফিরতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। গতকাল অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির কাছে হারে ২-০ গোলে। এই হারের ফলে আইএসএল-এ টানা চার ম্যাচে হার লাল-হলুদের। কোচ বদল হয়েছে , কিন্তু রোগ সারেনি লাল-হলুদের। ম্যাচে একাধিক সুযোগ পেয়েও, গোল করতে ব্যর্থ হন ক্লেটন সিলভা, নন্দ কুমাররা। এমনকি পেনাল্টি মিস করেন সল ক্রেসপো। আর দলের এই খেলায় হতাশ দলের অন্তবর্তীকালীন কোচ বিনো জর্জ।

টানা চতুর্থ হারের পর বিনো জর্জ বলেন, “জামশেদপুর এফসি দু’টো ভাল সুযোগ পেয়ে দু’টোতেই গোল করেছে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তবে আমি আমার ছেলেদের পারফরম্যান্সের প্রশংসাই করব। বল পজেশনে আমরা অনেক এগিয়ে ছিলাম। গোলের সুযোগও আমরা বেশি তৈরি করেছি। এখন আমাদের কাছে পয়েন্ট গুরুত্ব হলেও আমাদের দুর্ভাগ্য যে, আমাদের কাছে তা নেই।”এরপর তিনি আরও বলেন, “এখনও আমার বিশ্বাস, আমাদের খেলোয়াড়রা যথেষ্ট ভাল। আমার কাজ ওদের উজ্জীবিত করা ও উৎসাহ জোগানো। গত তিনটি ম্যাচের তুলনায় আমরা অনেক আক্রমণাত্মক ফুটবল খেলেছি। আমরা প্রথম মিনিট থেকেই আক্রমণ শুরু করেছিলাম। সবে চারটি ম্যাচ হয়েছে। আইএসএল অনেক দীর্ঘ। ইস্টবেঙ্গলের যে স্পিরিট আছে, তা আমরা ফিরিয়ে আনব। সামনে দীর্ঘ অবকাশ রয়েছে, তারপরে আশা করি আমরা তরতাজা হয়েই ফিরে আসব। আমি একশো শতাংশ বিশ্বাস করি যে, ইস্টবেঙ্গল সেরা ছয়ের মধ্যেই থাকবে।“

দলে একাধিক গোলের সুযোগ নষ্ট। অনেক গোলের সুযোগ নষ্ট করা প্রসঙ্গে বিনো জর্জ বলেন, “ ভাগ্য আমাদের সহায়তা করেনি। পেনাল্টি মিস করেছি। অনেকবারই আমাদের শট বারে পোস্টে লেগে ফিরে এসেছে। ওদের গোলকিপারও কিছু অসাধারণ সেভ করেছে। পেনাল্টি থেকে গোল পেলে ম্যাচের ছবিটা অন্যরকম হত।“

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version