Friday, November 14, 2025

দর্শনার্থীদের হয়রানি কমাতে উদ্যোগ! পুজোর শহরে সারারাত চলবে সরকারি বাস

Date:

পুজোয় দর্শনার্থীদের হয়রানি কমাতে ষষ্ঠীর দিন থেকেই সারারাত চালানো হবে সরকারি বাস। এমনটাই জানিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ইতিমধ্যেই চতুর্থী ও পঞ্চমীতেও ৪০০ অতিরিক্ত বাস চালিয়েছে পরিবহণ দফতর।

মন্ত্রী জানিয়েছেন, ভিন জেলা থেকে বিশেষ করে হাওড়া, শিয়ালদা, বারাসত এই সমস্ত জায়গা থেকে বহু দর্শনার্থী আসেন কলকাতায়। তাই তাঁদের ফিরতে যাতে কোনওরকম সমস্যা না হয় সেই কারণে সারারাত সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। সোমবার সন্ধের পর থেকেই কলকাতায় ধাপে ধাপে সরকারি বাস বাড়ানোর কাজ শুরু হয়েছে। একইসঙ্গে এই সময় বৈদ্যুতিক বাস ও অতিরিক্ত চালানো হবে রাস্তায়। বিভিন্ন ডিপোয় রাত পর্যন্ত খোলা থাকবে চার্জিং স্টেশনগুলি। সারারাত সরকারি বাস চলার খবরে খুশি দর্শনার্থীরা। এতে সাধারণ মানুষদের যে অনেকটাই সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না।

বাসের পাশাপাশি বাড়ানো হয়েছে ফেরি সার্ভিসও। এদিকে রাত ন’টা পর্যন্ত বাস পরিষেবা দিতে গিয়ে নাজেহাল অবস্থা বেসরকারি বাস মালিকদের৷ তাঁদের দাবি, একাধিক বাস কর্মী পুজোর সময়ে রাত অবধি বাস চালাতে আগ্রহ প্রকাশ করছেন না৷ ফলে পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে যাঁরা বাসের ওপর নির্ভরশীল, সরকারি বাস বাড়ার ক্ষেত্রে তাদের যে অনেকখানি সুবিধা হল তা বলাই বাহুল্য।

আরও পড়ুন- মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা পরিকাঠামোর কাজ খতিয়ে দেখতে বৈঠকে মুখ্যসচিব

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version