Thursday, November 13, 2025

অপ্রত্যাশিত ধীরগতি! হরিয়ানার গণনায় কংগ্রেসের কাঠগড়ায় কমিশন

Date:

বুথ ফেরৎ সমীক্ষাকে উল্টে দিয়ে হরিয়ানার (Haryana) বিধানসভা নির্বাচনে (Assembly Election) জয়ের পথে বিজেপি। গণনার শুরুতে কংগ্রেসের (Congress) পক্ষে ফলাফলের যে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, সময় এগোনোর সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে ফলাফল। আর তাতেই কারচুপির অভিযোগে সরব কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের (Jairam Ramesh) দাবি ভোট গণনার গতি অপ্রত্যাশিতভাবে কমিয়ে দিয়ে ভোট গণনা প্রভাবিত করে নির্বাচন কমিশন (Election Commission of India)। এই অভিযোগ জানিয়ে কমিশনে মেল করেন তিনি। বিকাল ৩টে পর্যন্ত বিজেপির পক্ষে ৫০ টি আসনে জয়ের সম্ভাবনা দেখালেও ৯০ আসনের মধ্যে মাত্র ২১ টি আসনে ফলাফল ঘোষণা করার ঘটনায় সেই সন্দেহ আরও ঘনিভূত হয়, দাবি হরিয়ানা কংগ্রেসের।

হরিয়ানায় পরপর দুবার ক্ষমতায় থাকা বিজেপি (BJP) জমানার ইতি টেনে বিরোধীরা ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী ছিলেন কংগ্রেস নেতারা। রীতিমত মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়ে পর্যালোচনা শুরু হয়ে গিয়েছিল কংগ্রেস শিবিরে, যখনই বুথ ফেরৎ সমীক্ষা কংগ্রেসের পক্ষে ফলাফল দেখায়। তবে গণনা এগোনোর পরে বিজেপির দিকে জয়ের পাল্লা ভারী হওয়া শুরু হতেই মুখ খোলে আম আদমি পার্টি (AAP)। আপ নেতাদের দাবি, কংগ্রেসের অতিরিক্ত আত্মবিশ্বাস এই ফলাফলের জন্য দায়ী। কার্যত হরিয়ানায় জোট না হওয়ার দায় কংগ্রেসের ঘাড়ে চাপায় তারা।

যদিও কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, ভোট গণনার কারচুপিতে দায়ী নির্বাচন কমিশন। আর তার জন্যই সংবাদ মাধ্যমে বা সর্বত্র ভুল বার্তা ছড়াচ্ছে হরিয়ানা নির্বাচনের ফলাফল নিয়ে। আদতে কংগ্রেসই এই নির্বাচনে জিতছে বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, গণনাকেন্দ্রে যেভাবে ভোটের ফলাফল বেরোচ্ছে সেইভাবে কমিশন ফলাফল আপলোড (upload) করছে না। যদি তা করা হত, তাহলে কংগ্রেসের (Congress) জয় সহজেই প্রকাশ্যে আসত। একই দাবি করেন হরিয়ানার কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা। এভাবেই গণনাকে প্রভাবিত করে বিজেপির জয় দেখানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন (ECI), দাবি হুডার।

জয়রাম রমেশের (Jairam Ramesh) অভিযোগের উত্তরে নির্বাচন কমিশন অবশ্য দাবি করেছে গণনা প্রক্রিয়া ধীরগতিতে হচ্ছে না আদৌ। প্রতি পাঁচ মিনিট অন্তর তথ্য আপডেট (update) করা হচ্ছে। বেলা ২টো পর্যন্ত হিসাব অনুযায়ী ২৫ রাউন্ডের গণনা সম্পূর্ণ হয়েছে বলেও দাবি করা হয় কমিশনের তরফে।

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version