‘বহুরূপী’ (Bohurupi) মুক্তি পেতেই বক্সঅফিসে উন্মাদনা। পরিচালক শিবুকে গোল দিয়ে কামাল করলেন অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibaprasad Mukherjee)। ৮ অক্টোবর ছবি মুক্তি পাওয়া থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যতগুলো প্রতিক্রিয়া মিলেছে সবেতেই শিরোনামে অনস্ক্রিনের দুর্ধর্ষ ডাকাত ‘বিক্রম’। স্বামীর সাফল্যে খুশি জিনিয়া সেন (Zinia Sen)। জানিয়ে দিলেন, এই ছবির জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন পঞ্চাশ বছরের অভিনেতা- পরিচালক। ছবির কাহিনীকে টানটান থ্রিলারে উপস্থাপনার দায়িত্বে থাকা চিত্রনাট্যকার জিনিয়া বলছেন, শিবুর সব কাজে সমর্থন থাকলেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় তিনি ব্যক্তিগত ভাবে পছন্দ করেন না। স্বামী যাতে ‘চুম্বন দৃশ্য’ থেকে বিরত থাকেন সেই ব্যাপারে কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন তিনি।

মঞ্চ ‘অভিনেতা’ শিবপ্রসাদকে তৈরি করেছে। আর তারই ১০০ শতাংশ তিনি উজাড় করে দিয়েছেন এই ছবিতে। জিনিয়া বলছেন, “এই ছবির ক্ষেত্রে ওঁর প্রথম চ্যালেঞ্জ ছিল নিজেকে একজন ‘বহুরূপী’ শিল্পীর মতো যেন দেখতে লাগে। শিবপ্রসাদ নাচের সিকোয়েন্স কোরিওগ্রাফ করতে খুব ভালবাসে বরাবর। যাঁরাই নাচ ভালবাসেন, তাঁদের প্রতি ওর একটা বাড়তি আকর্ষণ। এই ছবিতে কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে পাল্লা দিয়ে নাচের তালে পা মিলিয়েছে। সেটা নিয়ে ওর আনন্দের শেষ নেই। অভিনেতা হিসাবে খুবই সহজাত। তবে নন্দিতাদির থেকে শুনেছি ও রোম্যান্টিক দৃশ্যে খুব আড়ষ্ট ছিল শুরুতে।” এরপরই শিবু-ঘরনী বলেন, অন্তরঙ্গ দৃশ্য অনস্ক্রিনে তুলে ধরার বিষয়ে তিনি স্বচ্ছন্দ নন। এমনকি চুম্বন দৃশ্যের ক্ষেত্রেও তাঁর ‘মাইন্ড ব্লক’ আছে। সেই কারণেই কি ঝিমলি – বিক্রম কেমিস্ট্রি নিয়ে চিন্তায় ছিলেন? জিনিয়া জানালেন, নন্দিতা দি সবটা সামলেছেন। আর সিনেমার সব কলাকুশলীদের ভাল অভিনয় দর্শকের মন জয় করেছে, এটাই শ্রেষ্ঠ পাওয়া।