Thursday, January 22, 2026

চুম্বন দৃশ্যে আপত্তি জিনিয়ার,’বহুরূপী’ রোমান্সে সতর্ক শিবপ্রসাদ!

Date:

Share post:

‘বহুরূপী’ (Bohurupi) মুক্তি পেতেই বক্সঅফিসে উন্মাদনা। পরিচালক শিবুকে গোল দিয়ে কামাল করলেন অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibaprasad Mukherjee)। ৮ অক্টোবর ছবি মুক্তি পাওয়া থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যতগুলো প্রতিক্রিয়া মিলেছে সবেতেই শিরোনামে অনস্ক্রিনের দুর্ধর্ষ ডাকাত ‘বিক্রম’। স্বামীর সাফল্যে খুশি জিনিয়া সেন (Zinia Sen)। জানিয়ে দিলেন, এই ছবির জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন পঞ্চাশ বছরের অভিনেতা- পরিচালক। ছবির কাহিনীকে টানটান থ্রিলারে উপস্থাপনার দায়িত্বে থাকা চিত্রনাট্যকার জিনিয়া বলছেন, শিবুর সব কাজে সমর্থন থাকলেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় তিনি ব্যক্তিগত ভাবে পছন্দ করেন না। স্বামী যাতে ‘চুম্বন দৃশ্য’ থেকে বিরত থাকেন সেই ব্যাপারে কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন তিনি।

মঞ্চ ‘অভিনেতা’ শিবপ্রসাদকে তৈরি করেছে। আর তারই ১০০ শতাংশ তিনি উজাড় করে দিয়েছেন এই ছবিতে। জিনিয়া বলছেন, “এই ছবির ক্ষেত্রে ওঁর প্রথম চ্যালেঞ্জ ছিল নিজেকে একজন ‘বহুরূপী’ শিল্পীর মতো যেন দেখতে লাগে। শিবপ্রসাদ নাচের সিকোয়েন্স কোরিওগ্রাফ করতে খুব ভালবাসে বরাবর। যাঁরাই নাচ ভালবাসেন, তাঁদের প্রতি ওর একটা বাড়তি আকর্ষণ। এই ছবিতে কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে পাল্লা দিয়ে নাচের তালে পা মিলিয়েছে। সেটা নিয়ে ওর আনন্দের শেষ নেই। অভিনেতা হিসাবে খুবই সহজাত। তবে নন্দিতাদির থেকে শুনেছি ও রোম্যান্টিক দৃশ্যে খুব আড়ষ্ট ছিল শুরুতে।” এরপরই শিবু-ঘরনী বলেন, অন্তরঙ্গ দৃশ্য অনস্ক্রিনে তুলে ধরার বিষয়ে তিনি স্বচ্ছন্দ নন। এমনকি চুম্বন দৃশ্যের ক্ষেত্রেও তাঁর ‘মাইন্ড ব্লক’ আছে। সেই কারণেই কি ঝিমলি – বিক্রম কেমিস্ট্রি নিয়ে চিন্তায় ছিলেন? জিনিয়া জানালেন, নন্দিতা দি সবটা সামলেছেন। আর সিনেমার সব কলাকুশলীদের ভাল অভিনয় দর্শকের মন জয় করেছে, এটাই শ্রেষ্ঠ পাওয়া।

 

spot_img

Related articles

হিরণের ব্যাংক অ্যাকাউন্টে কি ঋতিকার নজর? মেয়ের ভবিষ্যতের চিন্তায় সরব অনিন্দিতা

খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে টলিপাড়া (Tollywood) ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে...

বইমেলাতেও SIR হয়রানির প্রতিবাদ মমতার: লিখেছেন ২৬টি কবিতা, এবার প্রকাশিত আরও ৯টি বই

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনের মঞ্চ থেকেও কমিশন-এজেন্সির ভূমিকা নিয়ে ফের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

ছত্তিশগড়ে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ছড়িয়ে-ছিটিয়ে কর্মীদের দেহাংশ

ছত্তিশগড়ের (Chattishgarh) রায়পুরে ইস্পাত কারখানায় (Steel Pant blast) ভয়াবহ বিস্ফোরণ! বৃহস্পতিবার আচমকাই চুল্লির মধ্যে কয়লাতে বিস্ফোরণ হয়। ঘটনার...

T20 WC: ইডেন পরিদর্শনে আইসিসির প্রতিনিধি দল, পুলিশের সঙ্গে সিএবির বৈঠক

দুয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। কলকাতায় বিশ্বকাপের সেমিফাইনাল সহ সাতটি ম্যাচ রয়েছে। বিশ্বকাপের ঢাকের কাঠি পড়ে গিয়েছে। তৈরি...