Wednesday, November 26, 2025

অরাজকতার চক্রান্ত! প্রকাশ্যে ধর্মতলার অনশনে বামেদের সমর্থনে মুখোশ খোলার কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলন, অন সনে সরাসরি বামেদের মদতের দাবি রাজ্যের শাসকদল বারবার জানিয়ে এসেছে। নবমীর সন্ধ্যায় ডাক্তারদের ডাকা সমাবেশকে পোস্টার (poster), সাংবাদিক বৈঠক (press meet) করে সমর্থন জানানোর পরে স্পষ্ট হয়ে গেল সেই লুকানো ছবিটা। বাম মদতে অরাজকতার চক্রান্ত নিয়ে কটাক্ষ করতে ছাড়ল না শাসকদলও।

বারবার বৈঠক, রাজ্যের পদক্ষেপের পরেও একরোখা জুনিয়র ডাক্তাররা (junior doctors)। আন্দোলন. কর্ম বিরতি করে রোগী হয়রানির পরে উৎসবের মরশুমে শহরের বুকে অনশন। শেষ পর্যন্ত একের পর এক মেডিক্যাল কলেজে গণ ইস্তফার তোড়জোড়। এর পিছনে আসলে মদত কোথা থেকে আসছিল স্পষ্ট হল শুক্রবার। যখন বামেদের সোশ্যাল মিডিয়ায় (social media) পোস্টার দিয়ে ডাক্তারদের ডাকা সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হল।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে দলের কর্মী সমর্থকদের সন্ধ্যার সমাবেশে যোগ দেওয়ার কথা বলা হয়। পতাকা ছাড়া থাকার কথা বলা হয়, যেহেতু ডাক্তাররা বারবার রাজনৈতিক দলের প্রবেশে নিষেধ করেছিল। তবে সেই সাধারণ মানুষের ছদ্মবেশে এতদিন কারা ডাক্তারদের আন্দোলন, অনশন মঞ্চ ভরিয়েছে তা শুক্রবার স্পষ্ট হয়ে গেল।

বাম ও ডাক্তারদের যোগাযোগ প্রকাশ্যে চলে আসায় সরব প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি দাবি করেন, “মুখোশ খুলে গেছে। ধর্মতলার মঞ্চে সমাবেশে খোলাখুলিভাবে যাচ্ছে সিপিএম। কলকাতা, শহরতলির লোকাল কমিটিতে ফোন যাচ্ছে। ফেবুতে, গ্রুপে পোস্ট। পুজোর মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা। সিপিএম, এসইউসি, উগ্র বাম মিলিত হয়েছে।”

সেই সঙ্গে বামেদের দ্বিচারিতাকেও এক হাত নেন তিনি। তাঁর কথায়, “কমরেড, ডাঃ অনিতা দেওয়ান, নার্স বর্ণালী দত্তর জন্য যেন নীরবতা পালন হয় ডাক্তারদের মঞ্চে। রাজনীতি করতে আপনারা মহাষ্টমীকেও বাদ দিলেন না। তদন্তে সিবিআই, মামলা কোর্টে। তারপরেও অনশন করিয়ে অরাজকতার চক্রান্ত।”

spot_img

Related articles

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...