Thursday, August 28, 2025

নিউমোনিয়া, টাইফয়েডের মতো রোগে অ্যান্টিবায়োটিক কার্যকরী হচ্ছে না: রিপোর্টে প্রকাশ

Date:

ব্যাকটেরিয়াদের অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি নিয়ে সম্প্রতি উদ্বেগজনক রিপোর্ট প্রকাশ করেছে ইন্ডিয়ান মেডিক্যাল প্যানেল। রিপোর্ট বলছে, মূত্রনালির সংক্রমণ (Urinary Track Infection), রক্তে সংক্রমণ, নিউমোনিয়া এবং টাইফয়েডের মতো রোগের ক্ষেত্রে সাধারণ অ্যান্টিবায়োটিক কার্যকরী হচ্ছে না।দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর অ্যান্টিমাইক্রোবায়াল রেসিস্ট্যান্স সার্ভেল্যান্স নেটওয়ার্ক (AMRSN) একটি বার্ষিক রিপোর্ট পেশ করেছে। তাতে বলা হয়েছে, নিউমোনিয়া, সেপসিস, ফুসফুসের সংক্রমণ এবং ডায়ারিয়ার মতো রোগের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না চেনা অ্যান্টিবায়োটিক।

দেশ জুড়ে একাধিক হাসপাতাল এবং ক্লিনিক থেকে সংগৃহীত তথ্য এবং রিপোর্টের উপর ভিত্তি করে এই রিপোর্ট প্রকাশ করেছে ICMR। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে OPD এবং ICU-তে থাকা রোগীদের উপর সমীক্ষা চালানো হয়েছে।
ই.কোলাই, ক্লেবসেইল্লা নিউমোনিয়ার মতো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকগুলি কতটা কার্যকর হচ্ছে তা পরীক্ষা করে দেখা হয়। শরীরের বিভিন্ন অঙ্গ থেকে এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রক্ত, মূত্র, শ্বাসনালি থেকে নমুনা সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা। মোট ৯৯ হাজার ৪৯২টি নমুনা ল্যাবে পরীক্ষা করা হয়। সরকারি এবং বেসরকারি ল্যাবে পরীক্ষা হয়েছে এই নমুনাগুলির।









Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version