Monday, November 10, 2025

পুজোর বিনোদনে বক্স অফিসে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়- নন্দিতা রায় (Shiboprasad Mukherjee Nandita Roy) পরিচালিত ‘বহুরূপী’ (Bahurupi)। দেব-সৃজিতের ‘টেক্কা’ আর মিঠুন-সোহমের ‘শাস্ত্রী’কে পিছনে ফেলে সবদিক থেকেই এক নম্বর স্থান দখল করে ফেলেছে এই ছবি। একদিকে যেমন সিনেমার অভিনেতা অভিনেত্রীদের অসামান্য চরিত্রায়ন, যথাযথ এডিটিং, দক্ষ অভিনয় এবং পরিচালক-অভিনেতা শিবপ্রসাদের মুন্সিয়ানা বাংলা বিনোদনপ্রেমী মানুষের নজর কাড়ছে, ঠিক তেমনই প্রতি ঘণ্টায় রেকর্ড টিকিট বিক্রির নিরিখে নয়া রেকর্ড তৈরি করেছে দুর্ধর্ষ ব্যাংক ডাকাত আর সুপারকপ অফিসারের এই গল্প। পরিসংখ্যান বলছে ঘণ্টায় ১০০০ এরও বেশি টিকিট বিক্রি হচ্ছে ‘বহুরূপী’র (Bahurupi)!

গত ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আবীর ,শিবপ্রসাদ, ঋতাভরী, কৌশানি অভিনীত পুজোর ছবি। দিন যত গড়াচ্ছে, নন্দিতা-শিবপ্রসাদের এই সিনেমার ক্রেজ যেন সিনেদর্শকদের মধ্যেই ক্রমাগত বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সাড়ে ২৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। উইন্ডোজ প্রযোজনা সংস্থার দাবি, বাকি দুটি টলিউডের পুজো রিলিজের থেকে অনেক বেশি ব্যবসা করছে তাদের নতুন ছবি। পুজোর মরশুমে শতাধিক শো প্রায় হাউসফুল। পরিচালকদ্বয় এতে বাংলা সিনেমার জয় দেখছেন। এই ছবির সব থেকে বড় পাওনা অভিনেতা শিবপ্রসাদ বলছেন, ‘দর্শকের কাছে এই সিনেমা যেভাবে গ্রহণযোগ্য হয়েছে, তাতে আমরা সত্যিই আপ্লুত। বাংলা সিনে ইন্ডাস্ট্রির কাছেও একটা বড় প্রাপ্তি বলা যেতে পারে। ‘বহুরূপী’র এমন সাফল্য আমাদের সাহস জোগাল। এর পর হয়তো ভিন্ন ধরণের সাবজেক্ট নিয়ে সিনেমা বানাতে হলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। ‘ সিনেমা মুক্তির আগেই ৫০ লক্ষ টাকায় গান বিক্রি হয়ে গেছিল, আর এবার রিলিজের মাত্র চার দিনেই উইন্ডোজের ব্যানারে সব থেকে বেশি অংকের ব্যবসা করা সিনেমার তকমা পেল বহুরূপী।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version