Tuesday, August 26, 2025

সোমবার থেকে আংশিক কর্মবিরতির ডাক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের

Date:

আর জি কর কাণ্ড নিয়ে অনশনে ৮ জুনিয়র ডাক্তার। তাদের সহমর্মিতা দেখাতে সরকারি হাসপাতালের (Hospital) চিকিৎসকদের ‘লোক দেখানো’ পদত্যাগের পরে এবার কর্মবিরতিতে বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা (Doctor)। তবে একে কর্মবিরতি না বলে আংশিক কর্মবিরতি বলতে চাইছেন তাঁরা এবং তাঁদের আশ্বাস এর জেরে জরুরি পরিষেবা বন্ধ হবে না। আবার একইসঙ্গে তাঁদের দাবি, কোনটা জরুরি সেটা ঠিক করবেন তাঁরাই!
শনিবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সামনে থেকে সাংবাদিক বৈঠক করে বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা (Doctor) জানান, সোমবার থেকে আংশিক কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। ১৪ অক্টোবর সকাল ৬টা থেকে ১৬ অক্টোবর সকাল ৬ – ৪৮ ঘণ্টার আংশিক কর্মরিরতি পালন করা হবে। এই কর্মবিরতির কারণে জরুরি বিভাগ ছাড়া বেসরকারি হাসপাতালগুলির সব পরিষেবা বন্ধ থাকবে। এর জেরে রোগী-ভোগান্তির আশঙ্কা থাকছে। কিন্তু চিকিৎসকদের বক্তব্য, ‘‘এটা শুধু ডাক্তারদের আন্দোলন নয়, এটা জনগণের আন্দোলন। জনগণ প্রথম থেকেই চিকিৎসকদের পাশে রয়েছেন। আমরা জনগণের কথা ভেবে জরুরি ব্যবস্থা পুরোপুরি চালু থাকবে। কোনও রোগীর কোনও অসুবিধা হবে না। সাধারণ মানুষের কাছে আবেদন, যদি কখনও কোনও জরুরি অবস্থা হয়, তখন যে কোনও সময়ে হাসপাতালে যাবেন, চিকিৎসকেরা সব সময় সাহায্য করবেন।’’
জুনিয়র ডাক্তারদের আন্দোলনে প্রথম থেকেই রয়েছেন সিনিয়ররা। শনিবার ধর্মতলা চত্বর থেকেই দু’দিনের আংশিক কর্মবিরতির ডাক দিলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা। তবে প্রশ্ন উঠছে, বেসরকারি হাসপাতালে অযথা রোগীর বিল বাড়ানো, টাকা না দিলে দেহ না ছাড়া, অপ্রয়োজনীয় ওষুধ এবং টেস্ট করানো- এইসব বেনিয়মের বিরুদ্ধে কবে আওয়াজ তুলবেন এই আন্দোলনকারী চিকিৎসকরা!







Related articles

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের...

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...
Exit mobile version