দায়িত্ব বাড়ল মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। তেলেঙ্গানা পুলিশের ডিএসপি পদে যোগ দিলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই তারকা পেসার। তেলাঙ্গনার ডিএসপি (Telengana DSP) হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে। তেলেঙ্গানা পুলিশের (Telengana Police) তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। সেখানে জানানো হয়েছিল যে তেলেঙ্গানা পুলিশের ডিএসপি পদে মহম্মদ সিরাজকে নিযুক্ত করা হচ্ছে।

তেলেঙ্গানা পুলিশের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ”ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজকে তার ক্রিকেট কৃতিত্ব ও রাজ্যের প্রতি উৎসর্গের স্বীকৃতিস্বরূপ তেলাঙ্গনার ডিএসপি নিযুক্ত করা হয়েছে। সিরাজ তার নতুন ভূমিকার মাধ্যমে তার ক্রিকেট কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবেন ও অনেক মানুষকে অনুপ্রাণিত করবেন।”

উল্লেখ্য, গত জুলাই মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতীয় দল দেশে ফেরার পর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভানাথ রেড্ডি সিরাজকে সরকারি চকরি দেওয়ার কথা জানিয়েছিলেন। সেই মতোই এবার ১১ অক্টোবর শনিবার তেলেঙ্গানা পুলিশের উচ্চপদস্থ পদে যোগ দিলেন সিরাজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে শহরে ফেরার পর সিরাজকে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী সরকারি চাকরির পাশাপাশি হায়দরাবাদে বাড়ি তৈরির জন্য জমি দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন।
