Thursday, August 28, 2025

লেডিস হস্টেলের বাথরুমে ঢুকে যুবকের অশ্লীলতা, নিরাপত্তাহীনতার অভিযোগ বাঁকুড়া মেডিক্যালে!

Date:

আর জি কর আবহে রাজ্যজুড়ে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির মাঝেই এবার বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজে (Bankura Medical College Hostel)। লেডিজ হস্টেলের শৌচালয়ে ঢুকে হস্তমৈথুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। তাঁকে হাতেনাতে ধরা গেলেও নিরাপত্তাহীনতার অভিযোগে সরব হোস্টেলের বাসিন্দারা।

হস্টেল সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ এক যুবক প্রথমে নিজেকে আবাসিক পড়ুয়ার অভিভাবক হিসেবে দাবি করে একাধিকবার হস্টেলে ঢোকার চেষ্টা করেন। বাধা পেলে, পরে নিরাপত্তারক্ষীর চোখ এড়িয়ে হস্টেলের মেন গেট দিয়ে হস্টেলের ওল্ড বিল্ডিং-এর দোতলার একটি শৌচালয়ে পৌঁছে যান তিনি। এক আবাসিক ওই যুবককে অশ্লীল কাজকর্ম করতে দেখে আতঙ্কে বাকিদেরকে সব জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। এই ঘটনায় বাঁকুড়া মেডিক্যাল কলেজের মহিলারা যথেষ্ট উদ্বিগ্ন। তাঁদের কথায় যদি নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও যদি এই অবস্থা হয় তাহলে কীভাবে নিশ্চিন্তে থাকা যাবে? কেন সুরক্ষা দিতে ব্যর্থ কর্তৃপক্ষ, এ প্রশ্ন তুলে সুপারকে ঘেরাও করেন আবাসিকরা। কয়েকদিন আগে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঁচিল টপকে এক যুবক ঢুকে পড়েন ওই কলেজের লেডিজ হস্টেলে। সেই সময় অভিযুক্ত ধরা না পড়লেও হাসপাতাল কর্তৃপক্ষ হস্টেলের নিরাপত্তা ঢেলে সাজানোর আশ্বাস দেয়। এর একই ঘটনার পুনরাবৃত্তিতে রীতিমতো আতঙ্কিত হস্টেলের পড়ুয়ারা।

 

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version