Thursday, August 21, 2025

‘শুভ বিজয়া’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

ওরে মা বুঝি
কৈলাশে চইলাছে
সোনার পিতিমাকে
জলে ভাসাইছে রে
ভিখারি শিবের সাথে
গনেশ- জননী চইলাছে ..

বাঙালির প্রাণের উৎসবে সেজে ওঠে বিশ্ব- বাংলা-র প্রতিটি ঘর । পাড়ায় পাড়ায় ছোট বড় সমস্ত মণ্ডপে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দে মেতে থাকে আপামর বাঙালি। মহাষষ্ঠীতে মা দুর্গার বোধন । তারপর মহাসপ্তমী , মহাষ্টমী ও মহানবমী অতিক্রম করে বাঙালি পৌঁছোয় মহাদশমীতে । যাকে বলা হয় বিজয়া দশমী । মহালয়ার পর প্রথমা থেকে দশম দিন অর্থাৎ দেবীপক্ষের দশম দিনটি বিজয়া দশমী হিসেবে উদযাপিত হয় । ভয়ঙ্কর অত্যাচারী মহিষাসুরকে বধ করে ত্রিভুবনে শান্তি প্রতিষ্ঠা করেন মা দশভূজা । মা দুর্গার এই বিজয়ের উদযাপন করে মানুষ । এই বিজয়োৎসবকে বলা হয় বিজয়া দশমী ।

পুরাকালে মহিষাসুর নামক এক অসুর ব্রক্ষ্মার বর পেয়ে প্রবল ক্ষমতাশালী হয়ে ওঠে । সে নিজের ক্ষমতায় স্বর্গ , মর্ত ও পাতাল দখল করে নেয় । এমনকি দেবরাজ ইন্দ্রকে স্বর্গ থেকে বিচ্যুত করে মহিষাসুর। দেবতারা চরম সঙ্কটে পড়েন । কোনো পুরুষ মহিষাসুরকে বধ করতে পারবে না , এমনই বর তাকে দিয়েছিলেন ব্রক্ষ্মা। কোনঠাসা দেবতারা তাই ঠিক করেন , তাঁরা কোনো নারীর সাহায্য নেবেন । কিন্তু এমন নারী কোথায় ? তখন সমস্ত দেবতার সম্মিলিত শক্তি থেকে আবির্ভূতা হন দেবী দুর্গা । পুরাণে মহিষাসুর বধের কাহিনী অনুসারে টানা নয় দিন ও নয় রাত্রি তুমুল যুদ্ধের পর শুক্লা দশমীতে মহিষাসুরকে বধ করেন মা দশভূজা । এই বিজয়কে বিজয়া দশমী হিসেবে চিহ্নিত করা হয় ।

বিজয়া দশমীর সঙ্গে যুক্ত রয়েছে রামায়ণ । ত্রেতা যুগে লঙ্কার রাজা দশানন রাবন শ্রী রামচন্দ্রের পত্নী সীতা দেবীকে অপহরণ করেন । সীতাকে উদ্ধার করার জন্য অকাল বোধন করে দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে রামচন্দ্র লঙ্কা অভিযান করেন । ভীষণ যুদ্ধের শেষে শুক্লা দশমীতে রাবনকে বধ করেন রাম । রাবনের বিরুদ্ধে রামের এই জয়লাভকে চিহ্নিত করা হয় বিজয়া দশমী নামে ।

বৌদ্ধ ধর্ম অনুসারে বিজয়া দশমীর আসল নাম অশোক বিজয়া দশমী । কলিঙ্গ যুদ্ধ জয়ের পর মৌর্য সম্রাট অশোক টানা দশদিন ধরে যে বিজয়োৎসব পালন করেছিলেন সেখান থেকেই নাকি বিজয়া দশমী নামটি এসেছে বলে অনেকেই মনে করেন । এছাড়াও উল্লেখ্য যে, শুক্লা দশমীতেই সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন । তাই এই দিনটি বৌদ্ধদের কাছেও ভীষণ গুরুত্বপূর্ণ ।

আরও পড়ুন- নাম বদল! সাগ্নিক হয়ে গেল আনিসুর, মণ্ডপে স্লোগান তোলা ধৃতের পরিচয় নিয়ে প্রশ্ন কুণালের

বাঙালিদের কাছে বিজয়া দশমীর গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম । শুভ শক্তির কাছে অশুভ শক্তির পরাজয় অবশ্যম্ভাবী , এমনই ধারণা ও বিশ্বাস সারা বিশ্বের বাঙালির। শুভ বিজয়া আসলে শুভ শক্তির বিজয় উদযাপনের প্রতীক । মায়ের প্রতিমা নিরঞ্জনের পর সকলে পরস্পরকে আলিঙ্গন করেন এবং মিষ্টিমুখ করান । ছোটরা বড়দের প্রণাম করেন , বড়রা ছোটদের আশীর্বাদ করেন । সবাই সবাইকে শুভেচ্ছা জানান এবং পরস্পরের শুভকামনা করেন । শুভ বিজয়া প্রতীকী হলেও বাঙালি কিন্তু তাদের অন্তরের অন্তঃস্থল থেকে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করে এই বিশেষ দিনটিতে । এদিন সকলের মনপ্রাণ এক অপরিসীম প্রসন্নতায় ভরে থাকে ।

বিজয়া দশমী বিভিন্ন কারণে পালিত হয় এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে পৃথক পৃথকভাবে উদযাপিত হয় । দক্ষিণ , পূর্ব , উত্তর- পূর্বাঞ্চল এবং কয়েকটি উত্তর ভারতীয় রাজ্যে বিজয়া দশমী ধর্ম পুনরুদ্ধার ও সুরক্ষার জন্য পালিত হয় । উত্তর , মধ্য ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে এই উৎসবটি ‘ দশেরা ‘ নামে ( দাসরা , দশাহরা ) অভিহিত হয় । এই অঞ্চলগুলোতে এটি ‘ রামলীলা’- এর সমাপ্তি চিহ্নিত করে এবং রাবনকে হারিয়ে রামের জয়কে উদযাপন করে । দশেরা উপলক্ষ্যে বহু অঞ্চলে কোথাও সশস্ত্র , আবার কোথাও অস্ত্র ছাড়াই বিশাল শোভাযাত্রা বেরোয় এবং মা দুর্গাসহ অন্যান্য প্রতিমাগুলি বিসর্জনের পাশাপাশি অশুভ শক্তির প্রতীক রাবনের কুশপুতুল দাহ করা হয় অর্থাৎ প্রতীকীরূপে অশুভ শক্তিকে ধ্বংস করা হয় ।

রাবনদহন ও আতসবাজির আলোয় সারা দেশজুড়ে পালিত হয় অশুভশক্তি বিনাশের মহোৎসব দশেরা । বাঙালির বিজয়া দশমী একদিকে যেমন চোখের জলে বাড়ির মেয়েকে বিদায় জানানোর দিন , অন্যদিকে অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয় উদযাপনের দিন । আবার এটাও বলতে হয় যে , বিজয়া দশমী শুধু বাঙালির কাছেই নয় , সারা দেশের মানুষের কাছেই বিশাল তাৎপর্য নিয়ে প্রতিবছর উপস্থিত হয় । অসত্যের বিরুদ্ধে সত্যের জয় , অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় , অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় এবং যাবতীয় অন্ধকারের বিরুদ্ধে আলোর জয় হিসেবে বিজয়া দশমীর দিনটি অতুলনীয় ।
শুভ বিজয়া ।

 

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...