মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর খুনে লরেন্স বিষ্ণোই যোগ, ধৃত দুই

মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে (Baba Siddiki) খুনে দুজনকে গ্রেফতার করল পুলিশ (Police)। শনিবার রাতে ৬৬ বছর বয়সি নেতাকে গুলি করে খুন করা হয়। সিদ্দিকি খুনে মুম্বইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
 শনিবার রাতে এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে গুলি করা হয়। তাঁর বুকে এবং পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

রবিবার সকালে মুম্বই (Mumbai) পুলিশের (Police) তরফে জানানো হয়েছে, কর্নেইল সিং এবং ধরমরাজ কাশ্যপ নামে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের এক জন উত্তরপ্রদেশ এবং আরেকজন হরিয়ানার বাসিন্দা।সিদ্দিকি খুনে মুম্বইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে। পুলিশের দাবি, জেরার মুখে ধৃত দুজন স্বীকার করেছেন, তাঁরা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য।