মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে (Baba Siddiki) খুনে দুজনকে গ্রেফতার করল পুলিশ (Police)। শনিবার রাতে ৬৬ বছর বয়সি নেতাকে গুলি করে খুন করা হয়। সিদ্দিকি খুনে মুম্বইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
রবিবার সকালে মুম্বই (Mumbai) পুলিশের (Police) তরফে জানানো হয়েছে, কর্নেইল সিং এবং ধরমরাজ কাশ্যপ নামে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের এক জন উত্তরপ্রদেশ এবং আরেকজন হরিয়ানার বাসিন্দা।সিদ্দিকি খুনে মুম্বইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে। পুলিশের দাবি, জেরার মুখে ধৃত দুজন স্বীকার করেছেন, তাঁরা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য।