Saturday, August 23, 2025

জেলায় জেলায় জমজমাট পুজো কার্নিভাল! মঙ্গলবার রেড রোডের প্রস্তুতিও সারা

Date:

Share post:

শেষ হয়েছে শারদোৎসব। কিন্তু উৎসব শেষ হচ্ছে না এখনই। আগামিকাল রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার রেড রোডে আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল। সেই উৎসবের জন্য যাবতীয় প্রস্তুতি সারা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গোটা রেড রোড চত্বর মুড়ে কড়া নিরাপত্তার চাদরে। শহর ও শহরতলির কয়েকশো পুজো কমিটি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। কার্নিভালের পর এখান থেকেই প্রতিমাগুলি বিসর্জনের উদ্দেশ্যে রওনা দেবে।

তবে রেড রোডের এই ইউনেস্কো সম্মানিত কার্নিভালের আগে সোমবার রাজ্যের বিভিন্ন জেলার জেলা সদরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল জেলার পুজো কার্নিভাল। পাহাড় থেকে সাগর, সর্বত্রই জমজমাট কার্নিভালের মেজাজ। সোমবার বিকেল ৪টে থেকেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং-সহ সমস্ত জেলাতেই জেলা সদরগুলিতে কার্নিভাল সম্পন্ন হয়েছে। বিষ্ণুপুরে এবার প্রথমবারের জন্য কার্নিভাল আয়োজিত হয়েছে। প্রায় সব জেলাতেই আগেরবারের চেয়ে এবার পুজোর সংখ্যা বেড়েছে। সেই অনুযায়ী বেড়েছে কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটিগুলির সংখ্যাও। যেমন, মালদহ জেলায় এবছর কার্নিভালে অংশ নিচ্ছে ২৫টি ক্লাব। গতবার এই সংখ্যাটা ছিল ১৯। মালদহ শহরের সুকান্ত মোড় থেকে জাতীয় সড়ক ধরে রথবাড়ি মোড় পর্যন্ত শোভাযাত্রা সম্পন্ন হল এদিন। আবার উত্তর ২৪ পরগনায় বারাসত, বারাকপুর, বসিরহাট ও বনগাঁয় স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল পুজো কার্নিভাল। বনগাঁয় ১০টি প্রতিমা নিয়ে এবং বাকি তিন জায়গায় ১৪টি প্রতিমা নিয়ে পুজো কমিটিগুলি শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আরও পড়ুন- ফ্যাশন প্যারেডের কায়দায় ছবি! মেকি বিপ্লবীদের ধুয়ে দিলেন কুণাল

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...