Friday, November 14, 2025

ভারতের মাটিতে চিনের জনপদ! যুদ্ধের প্রস্তুতি নিয়ে কোথায় নজরদারি, প্রশ্ন

Date:

প্যাংগংয়ের ধারে চিনের আস্ত জনপদ! একেবারে যুদ্ধের প্রস্তুতি প্রতিবেশি দেশের। অথচ ভারতের গোয়েন্দা নজরদারি এড়িয়ে কীভাবে এত কিছু। নাকি সব জেনেও চুপ নরেন্দ্র মোদি সরকার, প্রশ্ন রাজনৈতিক থেকে কূটনৈতিক মহলে।

এর আগেই উপগ্রহ চিত্রে দেখা গিয়েছিল, প্যাংগংয়ের উত্তর এবং দক্ষিণ তীরের একটা অংশ জুড়ে কংক্রিটের সেতু তৈরি করছে লাল ফৌজ। শুধু তাই নয় এই ৪০০ মিটার সেতুর উপর দিয়ে যান চলাচল করছিল তাও দেখা গিয়েছে। এবার যা দেখা গিয়েছে তা দেখে উদ্বেগে ভারত। প্যাংগংয়ের উত্তর তীরে সামরিক ব্যবহারের জন্য একাধিক বিল্ডিং তৈরি করে ফেলেছে চিনা সেনা।

আমেরিকার ম্যাক্সার টেকনোলজিসের ৯ অক্টোবরের উপগ্রহচিত্রগুলিতে দেখা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার ৩৮ কিলোমিটার এলাকার মধ্যে কমপক্ষে ১০০ টি বিল্ডিং তৈরি করেছে চিনা সেনা। এই বিল্ডিংগুলির প্রতিটিতেই ৬ থেকে ৮ জন করে থাকতে পারেন অনায়াসে। অথবা ১০ টন করে সরঞ্জাম মজুত করে রাখা যায় সেই সব বিল্ডিংয়ে। সেখানে রয়েছে প্রশাসনিক ভবন ছাড়াও সেনার আবাসন। শুধু তাই নয়, রয়েছে ১৫০ মিটারের একটি জায়গা। সেটি সম্ভবত হেলিকপ্টার ওঠা-নামার জন্য তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংবেদনশীল ওই অঞ্চলে চিনা সেনা বিল্ডিং তৈরি শুরু শুরু করে গত এপ্রিল মাসে।

এই ধরনের বসতি তৈরি করে চিন কূটনৈতিকভাবে ভারতের ওপর পালটা চাপ তৈরি করতে পারে বলে জানিয়েছেন নর্দার্ন কমান্ডের প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা।

আরও পড়ুন- চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী হয়রানি, উত্তেজনা উত্তরবঙ্গ মেডিক্যালে


Related articles

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...
Exit mobile version