ভারতের মাটিতে চিনের জনপদ! যুদ্ধের প্রস্তুতি নিয়ে কোথায় নজরদারি, প্রশ্ন

0
1

প্যাংগংয়ের ধারে চিনের আস্ত জনপদ! একেবারে যুদ্ধের প্রস্তুতি প্রতিবেশি দেশের। অথচ ভারতের গোয়েন্দা নজরদারি এড়িয়ে কীভাবে এত কিছু। নাকি সব জেনেও চুপ নরেন্দ্র মোদি সরকার, প্রশ্ন রাজনৈতিক থেকে কূটনৈতিক মহলে।

এর আগেই উপগ্রহ চিত্রে দেখা গিয়েছিল, প্যাংগংয়ের উত্তর এবং দক্ষিণ তীরের একটা অংশ জুড়ে কংক্রিটের সেতু তৈরি করছে লাল ফৌজ। শুধু তাই নয় এই ৪০০ মিটার সেতুর উপর দিয়ে যান চলাচল করছিল তাও দেখা গিয়েছে। এবার যা দেখা গিয়েছে তা দেখে উদ্বেগে ভারত। প্যাংগংয়ের উত্তর তীরে সামরিক ব্যবহারের জন্য একাধিক বিল্ডিং তৈরি করে ফেলেছে চিনা সেনা।

আমেরিকার ম্যাক্সার টেকনোলজিসের ৯ অক্টোবরের উপগ্রহচিত্রগুলিতে দেখা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার ৩৮ কিলোমিটার এলাকার মধ্যে কমপক্ষে ১০০ টি বিল্ডিং তৈরি করেছে চিনা সেনা। এই বিল্ডিংগুলির প্রতিটিতেই ৬ থেকে ৮ জন করে থাকতে পারেন অনায়াসে। অথবা ১০ টন করে সরঞ্জাম মজুত করে রাখা যায় সেই সব বিল্ডিংয়ে। সেখানে রয়েছে প্রশাসনিক ভবন ছাড়াও সেনার আবাসন। শুধু তাই নয়, রয়েছে ১৫০ মিটারের একটি জায়গা। সেটি সম্ভবত হেলিকপ্টার ওঠা-নামার জন্য তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংবেদনশীল ওই অঞ্চলে চিনা সেনা বিল্ডিং তৈরি শুরু শুরু করে গত এপ্রিল মাসে।

এই ধরনের বসতি তৈরি করে চিন কূটনৈতিকভাবে ভারতের ওপর পালটা চাপ তৈরি করতে পারে বলে জানিয়েছেন নর্দার্ন কমান্ডের প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা।

আরও পড়ুন- চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী হয়রানি, উত্তেজনা উত্তরবঙ্গ মেডিক্যালে