Sunday, November 16, 2025

ভারতের মাটিতে চিনের জনপদ! যুদ্ধের প্রস্তুতি নিয়ে কোথায় নজরদারি, প্রশ্ন

Date:

প্যাংগংয়ের ধারে চিনের আস্ত জনপদ! একেবারে যুদ্ধের প্রস্তুতি প্রতিবেশি দেশের। অথচ ভারতের গোয়েন্দা নজরদারি এড়িয়ে কীভাবে এত কিছু। নাকি সব জেনেও চুপ নরেন্দ্র মোদি সরকার, প্রশ্ন রাজনৈতিক থেকে কূটনৈতিক মহলে।

এর আগেই উপগ্রহ চিত্রে দেখা গিয়েছিল, প্যাংগংয়ের উত্তর এবং দক্ষিণ তীরের একটা অংশ জুড়ে কংক্রিটের সেতু তৈরি করছে লাল ফৌজ। শুধু তাই নয় এই ৪০০ মিটার সেতুর উপর দিয়ে যান চলাচল করছিল তাও দেখা গিয়েছে। এবার যা দেখা গিয়েছে তা দেখে উদ্বেগে ভারত। প্যাংগংয়ের উত্তর তীরে সামরিক ব্যবহারের জন্য একাধিক বিল্ডিং তৈরি করে ফেলেছে চিনা সেনা।

আমেরিকার ম্যাক্সার টেকনোলজিসের ৯ অক্টোবরের উপগ্রহচিত্রগুলিতে দেখা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার ৩৮ কিলোমিটার এলাকার মধ্যে কমপক্ষে ১০০ টি বিল্ডিং তৈরি করেছে চিনা সেনা। এই বিল্ডিংগুলির প্রতিটিতেই ৬ থেকে ৮ জন করে থাকতে পারেন অনায়াসে। অথবা ১০ টন করে সরঞ্জাম মজুত করে রাখা যায় সেই সব বিল্ডিংয়ে। সেখানে রয়েছে প্রশাসনিক ভবন ছাড়াও সেনার আবাসন। শুধু তাই নয়, রয়েছে ১৫০ মিটারের একটি জায়গা। সেটি সম্ভবত হেলিকপ্টার ওঠা-নামার জন্য তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংবেদনশীল ওই অঞ্চলে চিনা সেনা বিল্ডিং তৈরি শুরু শুরু করে গত এপ্রিল মাসে।

এই ধরনের বসতি তৈরি করে চিন কূটনৈতিকভাবে ভারতের ওপর পালটা চাপ তৈরি করতে পারে বলে জানিয়েছেন নর্দার্ন কমান্ডের প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা।

আরও পড়ুন- চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী হয়রানি, উত্তেজনা উত্তরবঙ্গ মেডিক্যালে


Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version