Monday, November 17, 2025

সিপিএম আর জুনিয়র ডাক্তাদের ‘অসভ্যতায়’ চূড়ান্ত নাকাল সাধারণ মানুষ

Date:

সরকারের ঘোষিত কর্মসূচি রেড রোডে বিসর্জনের কার্নিভাল। আর সেইদিনই দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়। জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) মঞ্চকে সামনে রেখে এই কর্মসূচির ডাক দেন সিপিএম (CPIM) নেতৃত্ব ও বাম সমর্থক চিকিৎসকরা। আর এর জেরে চূড়ান্ত নাকাল হন সাধারণ মানুষ।

মঙ্গলবার, রেড রোডের কার্নিভাল (Carnival) দেখতে ভিড় উপচে পড়ে। অন্যদিকে আদালত পর্যন্ত দৌড়ে অনুমতি দেওয়া দ্রোহের কার্নিভালে কার্যত লোক ছিল হাতে গোণা। জুনিয়র ডাক্তারদের নামে ডাকা কর্মসূচিতে দেখা মেলেনি তাঁদের। ছিলেন সিপিএমের বড়-মেজো-ছোট নেতারা। আর তার সঙ্গে কিছু বাম সমর্থক চিকিৎসক (অদমূদী)। তাঁদের কার্নিভাল কার্যত ফ্লপ বুঝতে পেরে শেষের দিকে মানববন্ধন করে দাঁড়িয়ে পড়েন দ্রোহের সমর্থকরা। একদিকে রেড রোডে কার্নিভালের চাপ। তার উপর সেই কার্নিভাল (Carnival) থেকে প্রতিমা যাচ্ছে গঙ্গার ঘাটে নিরঞ্জনের পথে। কলকাতা পুলিশ আপ্রাণ চেষ্টা করছে রাস্তা যানজট মুক্ত রাখার। আর ঠিক সেই সময়ই হাত ধরে দাঁড়িয়ে যান চলাচল স্তব্ধ করেন সিপিএমের কর্মী-সমর্থকরা। ফলে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়েন সাধারণ পথ চলতি মানুষ। দীর্ঘক্ষণ পথের মধ্যে আটকে পড়েন তাঁরা। এর সঙ্গে ভাসন দিতে যাওয়া বিসর্জনের ট্যাবলোর দিকে বোতল ছোড়া হয় দ্রোহের কার্নিভাল থেকে। এমনকী, অশ্রাব্য গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। কিন্তু সংযম বজায় রাখে পুজো কমিটিগুলি। ফলে প্ররোচনা সত্ত্বে কোনও অশান্তি হয়নি।রাজনৈতিক মহলের মতে, রাজ্য সরকারের কর্মসূচির দিন নিজেদের কর্মসূচি ঘোষণা করে পালে হাওয়া টানার চেষ্টা করেছিল দ্রোহের কার্নিভালের উদ্যোক্তরা। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় এখন রীতিমতো অসভ্যতা করে সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি করেন তাঁরা।







Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version