Wednesday, August 27, 2025

কার্নিভালে প্রশংসিত রামমোহন সম্মিলনীর গয়না শিল্পী, হুইল চেয়ারে নিয়ে এলেন কুণাল

Date:

রেড রোডে পুজোর কার্নিভালে অন্যান্য জমকালো ক্লাবের পুজোর শোভাযাত্রায় নজর কাড়ে রামমোহন সম্মিলনী। তার কারণ শুধু তাদের থিম নয়, প্রতিমার গয়না শিল্পীকে নিজে হুইল চেয়ার ঠেলে কার্নিভালে নিয়ে আসেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা এই পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা কুণাল ঘোষ। গয়না শিল্পী নমিতা বিশ্বাসের কাজের প্রশংসা করে তাঁকে একটি ময়ূরের পেখমের হাতপাখা উপহার দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রামমোহন সম্মিলনীর এবারের থিম ছিল বাংলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের কাজ। এর মাধ্যমে তাঁরা পরিচিতি পাচ্ছেন। পাচ্ছেন আয়ের পথ। এবারে রামমোহন সম্মিলনীর পুজোয় দুর্গা-সহ সব দেবদেবীর গয়না তৈরি ঠাকুরনগরের শিল্পী নমিতা বিশ্বাসের। নমিতার একটি পা অনেকটা ছোট আর দুর্বল। বেশি হাঁটতেই পারেন না। কিন্তু হাতের ঝিনুকের কাজ অসামান্য। সরস মেলায় তাঁকে আবিষ্কার করেন কুণাল ঘোষ। তাঁকেই বরাত দেওয়া হয় দুর্গাপুজোর সব দেবদেবীর গয়না বানানোর। নিখুঁত হাতে ঝিনুক দিয়ে গড়েছিলেন সেই গয়না যা দেখে চোখ ফেরানো যায়নি।

পুজো কার্নিভালে যোগ দেয় রামমোহন সম্মিলনী। হুইল চেয়ারে নমিতা বিশ্বাসকে বসিয়ে নিজেই নিয়ে আসেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ। নমিতার প্রশংসা করে একটি ময়ূরপেখমের পাখা উপহার দেন মুখ্যমন্ত্রী। আর প্রতিদিন দলের হয়ে বিরোধীদের চোখা চোখা প্রশ্নবাণের পাল্টা তোপ দাগা কুণাল ঘোষকে এই ভূমিকায় দেখে হতবাক তাঁর সমালোচকরাও।

আরও পড়ুন- ‘দ্রোহ’ বলে বিপাকে CPM, কুণালের খোঁচার জবাব দিতে আসতে হল পবিত্র সরকারকে!

 

 

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version