Tuesday, November 11, 2025

হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নওয়াব সিং সাইনি, ঘোষণা অমিত শাহর

Date:

প্রত্যাশিতভাবেই হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নওয়াব সিং সাইনি (Nayab Singh Saini)। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত জানানো হল বিজেপির পক্ষ থেকে। বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে কান ঘেঁষে পরাজিত করার পরে বিজেপির মধ্যে কোনও সন্দেহ ছিল না সাইনিকেই দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসানো নিয়ে। বুধবার অমিত শাহ আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করলেন।

বৃহস্পতিবার হরিয়ানার (Haryana) মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে বিজেপি নেতা ও নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করেন অমিত শাহ। সেখানে দুই জয়ী বিধায়কের পক্ষ থেকে প্রস্তাব পেশ করা হয় সাইনিকে বিধানসভার দলনেতা তথা মুখ্যমন্ত্রী (chief minister) পদে বসানোর জন্য। তাঁর নেতৃত্বেই বিধানসভা নির্বাচনে বিজেপি আগেরবারের থেকে আসন বাড়িয়ে ৪৮ আসন জিতেছে বলে মত দলীয় নেতৃত্বের। এরপরে সাইনিকে মুখ্যমন্ত্রী করা নিয়ে দ্বিমত কেউ প্রকাশ করেননি।

অমিত শাহর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা হল বুধবার। হরিয়ানায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলে অগ্নিবীরদের (Agniveer) হরিয়ানার সরকারে চাকরির ঘোষণা করেন অমিত শাহ। কার্যত স্পষ্ট ৪৮ আসনে জয় লাভ করলেও নিজেদের ভ্রান্ত নীতি নিয়ে ৩৭ আসন জেতা কংগ্রেসকে সমীহ করেই চলবে হরিয়ানা (Haryana) বিজেপি। আপের সঙ্গে দ্বন্দ্ব ও গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত না হলে কংগ্রেস যে এই রাজ্যের বিধানসভায় অনেক বেশি সুবিধাজনক অবস্থানে থাকত, তাও স্পষ্ট বিজেপির অবস্থানে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version