Saturday, November 15, 2025

মায়ের স্মৃতি বাঁচিয়ে রাখতে চুরি যাওয়া স্কুটার ফেরানোর আবেদন চোরকে !

Date:

চারপাশে বৃদ্ধাশ্রম সংস্কৃতির যখন ছড়াছড়ি তখনই অদ্ভুত কাণ্ড ঘটালেন পুণের  যুবক অভয় চৌগুলে।প্রয়াত মায়ের দেওয়া কালো রঙের স্কুটার চুরি গিয়েছিল দশেরার দিন কোথরুদ এলাকায় ছত্রপতি শিবাজির মূর্তির সামনে থেকে। হয়রান হয়ে গিয়েছিলেন খুঁজতে খুঁজতে। পুলিশে জানিয়েও লাভ হয়নি কোনও। অগত্যা সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তিনি।

ইনস্টাগ্রামে দেখা যায় অভয় একটি পোস্ট করেছেন যার ছবিতে দেখা যাচ্ছে তিনি রাস্তায় একটি পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন। মারাঠি ভাষায় লেখা সেই পোস্টার। আর ছবির ওপরে লেখা তার কাতর আবেদন। তিনি লিখেছেন, দশেরার দিন কোথরুদের শিবাজির মূর্তির সামনে রেখেছিলেন তার কালো রঙের স্কুটারটি। সেখান থেকে সেটি উধাও হয়ে যায়। চারপাশ ভালো করে খোঁজ করে পাওয়া না গেলে তিনি অগত্যা পুলিশের কাছে যান এবং তারাও ব্যর্থ হন।

যুবক আরও লিখেছেন, দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত থেকে তার মা মারা যাওয়ার ৩ মাস আগে তাঁকে এই স্কুটারটি কিনে দেয়। তবে শেষ প্যারায় যুবক সরাসরি চোরকেই আর্জি জানান। তিনি বলেন, চোর যেন তার মায়ের শেষ স্মৃতি হিসেবে স্কুটারটি ফেরত দেয়। তাকে পুরস্কার হিসেবে নতুন স্কুটার কিনে দেবেন বলেও জানান তিনি। আর এই পোস্ট দেখেই নেট মহলের মানুষজন আবেগঘন হয়ে পরেছেন। সমাজমাধ্যম ব্যবহারকারীরা আশা প্রকাশ করছেন যে পুলিশ নিশ্চয়ই তার প্রাণের প্রিয় স্কুটার খুঁজে পাবে।









Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version