Sunday, November 16, 2025

শনিবার বড় ম্যাচ, লাল-হলুদে বৈঠক, ফুরফুরে মেজাজে সবুজ-মেরুন , রইল ইস্ট-মোহনের আপডেট

Date:

হাতে আর মাত্র একদিন। তারপর বড় ম্যাচ। আইএসএল-এ ১৯ অক্টোবর মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। এখনও পর্যন্ত আইএসএল-এ একটাও ম্যাচ জেতেনি লাল-হলুদ ব্রিগেড। ডার্বি জয় দিয়েই ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল।

এদিকে ডার্বির আগে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইস্টবেঙ্গল টিমকে উদ্বুদ্ধ করার দায়িত্ব নিলেন ক্লাব ও ইনভেস্টর কর্তারা। আইএসএলের শুরুতেই টানা চার ম্যাচ হেরে কোণঠাসা ইস্টবেঙ্গল। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে ফুটবলারদের সঙ্গে বৈঠক করে তাঁদের উজ্জীবিত করলেন কর্তারা। নতুন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর উপর ভরসা রাখছে ক্লাব ম্যানেজমেন্ট। স্বস্তির খবর, বৃহস্পতিবার ভিসা হাতে পেয়েছেন অস্কার। সব ঠিকঠাক থাকলে শুক্রবার রাতেই শহরে চলে আসতে পারেন তিনি। স্প্যানিশ কোচকে শনিবারের ডার্বিতে ডাগ আউটে বসানোর চেষ্টা করছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবেই মিটিংয়ে বসেছিলেন ইস্টবেঙ্গল ও ইমামি কর্তারা। সেখানে ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ সবাই উপস্থিত ছিলেন। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘আমরা ফুটবলারদের উজ্জীবিত করার জন্যই সবাই মিলিত হয়েছিলাম। আশা করি ডার্বি জিতেই আমরা ঘুরে দাঁড়াব।’’ চলতি মরশুমে একেবারেই দলকে ভরসা দিতে পারছেন না ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা। তবে ডার্বি থেকেই সাফল্যের সরণিতে ফেরার ব্যাপারে আশাবাদী ক্লেটন। বললেন, ‘‘চাপ নেই। আমরা সবসময় এই ম্যাচের জন্য অপেক্ষা করে থাকি। ৬০ হাজার দর্শকের সামনে ডার্বি খেলতে পারাটা আলাদা মোটিভেশন। ভাল লাগছে যে, টিমের মালিকরা আমাদের অনুপ্রাণিত করেছেন। আশা করি, ডার্বি জিতে পরিস্থিতি বদলে দিতে পারব।’’

নাওরেম মহেশ বৃহস্পতিবার অনুশীলনে যোগ দিয়েছেন। তবে ভারতীয় উইঙ্গার একশো শতাংশ ফিট হয়ে ডার্বি খেলতে পারবেন কি না, নিশ্চিত নয়। দিমিত্রিয়স দিয়ামানতাকোসও পুরো ম্যাচ খেলার মতো ফিট নন।

অন্যদিকে, মোহনবাগান রয়েছে ফুরফুরে মেজাজে। অনুশীলনে বিভিন্ন কম্বিনেশন পরখ করে নিচ্ছেন কোচ জোসে মোলিনা। তৈরি রাখছেন বিকল্পও। এদিন আপুইয়ার জন্মদিন ছিল। সমর্থকদের আনা কেক কেটে মাঠেই জন্মদিন পালন করেন মিজো মিডফিল্ডার।

আরও পড়ুন- কিউইদের বিরুদ্ধে প্রথম ইনিংস শেষ ৪৬ রানে, লজ্জার নজির গড়ে কী বললেন রোহিত ?

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version