Thursday, August 21, 2025

অনশন তোলার ফর্মুলা খুঁজতে কুণালের কাছে নারায়ণ বন্দ্যোপাধ্যায়, হল বৈঠক

Date:

রাজ্য সরকারের পক্ষ থেকে যখন প্রতিদিন ইতিবাচক পদক্ষেপের মধ্যে দিয়ে জুনিয়র চিকিৎসকদের ক্ষোভের প্রশমনের চেষ্টা চলছে, তখনই চিকিৎসক নেতা নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Dr. Narayan Banerjee) প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করলেন অচলাবস্থা কাটাতে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কলকাতার একটি সংবাদপত্র অফিসে বৈঠকে ইতিবাচক দিক পাওয়া গিয়েছে বলেও ইঙ্গিত দেন দুজনে। লাগাতার অনশন আন্দোলনে (hunger strike) মেধাবী জুনিয়র চিকিৎসকদের (junior doctors) যাতে কোনও ক্ষতি না হয়ে যায়, তার জন্যই এই পদক্ষেপ বলে জানালেন চিকিৎসক নেতা।

রাজনৈতিক প্ররোচনায় অনশন চালিয়ে যাওয়া জুনিয়র চিকিৎসকদের নিয়ে কথা বলতে এসে চিকিৎসক নেতা নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Dr. Narayan Banerjee) অবশ্য দাবি করেন তিনি চিকিৎসক সংগঠনের কোনও পদে নেই। শুধুমাত্র সন্তানসম জুনিয়র চিকিৎসকদের কথা ভেবেই তিনি একটি আলোচনা করেন। সমাধানের রাস্তা চিকিৎসকদেরই বের করতে হবে দাবি করে তিনি জানান, “একজন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে এসেছিলাম কিছু জিনিস ক্লিয়ার করার জন্য। সেগুলো আমাদের মধ্যে ভালোভাবেই কথা হয়েছে। মানুষের সঙ্গে মানুষের দেখা হবে কথা হবে মানুষের সেটাই কাজ। সমাধানসূত্র বের করার দায়িত্ব জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের। যাঁরা অনশন করছেন তাঁরা জুয়েল (jewel) ছেলে, তাঁদের স্বাস্থ্য নিয়ে আমি উদ্বিগ্ন। অনশন তোলার বিষয়টিতে নিঃসন্দেহে কথা বলব, তারই সংকেত হয়তো আজ।”

অন্যদিকে বারবার বিভিন্ন ক্ষেত্রে আন্দোলনের পথে যাওয়া বাংলার মানুষদের আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুলে দিয়েছেন সাংবাদিক তথা প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। চিকিৎসকদের অনশন নিয়ে তিনি আগেও উদ্বেগের কথা জানিয়ে এই ধরনের আন্দোলনে প্ররোচনা (instigation) দেওয়া রাজনীতিকদের সমালোচনা করেছেন। সেই পথে সমাধানের পথে এগিয়ে আসা নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বিস্তারিত কিছু না বললেন কুণাল জানান, “সরকার, মুখ্যমন্ত্রী কেউই চান না তাঁরা জল খেয়ে থাকবেন। সিনিয়র ডাক্তার যারা অভিভাবকের মতো তারা সেটা চাইবেন না। অনেক সিনিয়র ডাক্তার, ছাত্রছাত্রীদের অভিভাবকরা অনশনটা (hunger strike) চাইছেন না। বাচ্চা ছেলেমেয়েগুলোর কাঁধে বন্দুক রেখে আন্দোলন চালানো কাজটা ঠিক হচ্ছে না। এর থেকে বেরিয়ে আসার জন্য যদি কেউ চিন্তা করে থাকেন আলোচনা করে থাকেন সেগুলো আমরা সব সময় স্বাগত জানাই।”

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version