Thursday, August 28, 2025

ফাঁস গেরুয়া-কেলেঙ্কারি! মহারাষ্ট্রে ১০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে বিদ্ধ বিজেপি

Date:

Share post:

বিধানসভা ভোটের মুখেই মহারাষ্ট্রে খুলে গেল বিজেপির মুখোশ। বেরিয়ে পড়ল ১০,০০০কোটি টাকার দুর্নীতি। পুনে রিংরোড প্রকল্পে এই বিশাল অঙ্কের ঘোটালা করেছে নরেন্দ্র মোদির দল- যে দল কথায় কথায় বিরোধীশাসিত রাজ্যগুলিতে দুর্নীতির অভিযোগ তোলে। এই বিশাল অঙ্কের কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। সরাসরি প্রতারণার অভিযোগ এনেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের মাত্র একমাস আগে এই মারাত্মক অভিযোগে তীব্র অস্বস্তিতে বিজেপি। প্রশ্ন উঠেছে, এরপরে মানুষের দরজায় ভোট চাইতে যাবে তারা কোন মুখে? কী উত্তর দেবে সাধারণ মানুষের প্রশ্নের?

পুনে রিং রোড প্রকল্পকে ঘিরেই অভিযোগ উঠেছে এই বিরাট মাপের আর্থিক দুর্নীতির, যেখানে সরাসরি মহারাষ্ট্র বাসীর সঙ্গে প্রতারণা করেছে বিজেপি৷ মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এমএসআরডিসির নিয়ম অনুযায়ী কোনও নির্মীয়মান প্রকল্পের জন্য একটি সংস্থাকে দু’টির বেশি বরাত দেওয়া যাবে না৷ কিন্তু এ ক্ষেত্রে সংস্থার নিয়ম পরিবর্তন করে একটি সংস্থাকে চারটি বরাত দেওয়া হয়েছে বলে অভিযোগ।

বিজেপির শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ একটি কোম্পানিকে অন্যায়ভাবে এই সুবিধে পাইয়ে বিশাল অঙ্কের আর্থিক দুর্নীতি করা হয়েছে বলে সরব বিরোধীরা৷ তাঁদের কথায়, বিজেপি এবং তার সাঙ্গপাঙ্গদের মহারাষ্ট্র সরকারের প্রত্যক্ষ মদতেই হয়েছে এই বিশাল মাপের আর্থিক দুর্নীতি৷ মহারাষ্ট্রের আমজনতার দেওয়া করের টাকা ডাকাতি করেছে বিজেপি৷ মহারাষ্ট্র সরকারকে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সংস্থা ‘ডি-কোম্পানি’-র সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস নেতা পবন খেড়া৷ বিরোধীদের অভিযোগ, ডি কোম্পানির মতই মহারাষ্ট্রের আমজনতাকে লুটছেন মোদি-শাহ জুটি৷ সবমিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অবস্থা সামাল দেওয়ার কোনও রাস্তাই খুঁজে পাচ্ছে না বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই বিশাল মাপের দুর্নীতিই গেরুয়া শিবিরের ভরাডুবি নিশ্চিত করবে সামনের বিধানসভা নির্বাচনে।

আরও পড়ুন- পলিগ্রাফে না! আগামী ৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ-অভিজিৎ

 

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...