বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড়, আগামী সপ্তাহে ১৫০ কিমি বেগে আছড়ে পড়ার আশঙ্কা!

সাগরে দুর্যোগের চোখরাঙানি, দীপাবলির আগেই ঝড়ের তান্ডবের পূর্বাভাস। আবহাওয়া অফিসের (Weather Department) কর্তারা বলছেন আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর ওড়িশা এবং বাংলাদেশের বরিশালের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকান মডেলে ইঙ্গিত দেওয়া হয়েছে যে কালীপুজোর আগেই এই ঘূর্ণিঝড় প্রায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। এই সাইক্লোনের নাম হবে ‘ডানা’ (Dana)।

আবহাওয়াবিদরা এখনই নির্দিষ্ট করে কিছু জানাতে নারাজ। তবে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলে যদি ঘূর্ণিঝড় আছড়ে পরে সেক্ষেত্রে ১২০ থেকে ১৪০ কিলোমিটার গতিবেগ হবে তার। দুর্গাপুজো নির্বিঘ্নে কাটলেও কালীপুজোর আগে এই সতর্কবার্তায় ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন অনেকে। ওড়িশায় আছড়ে পড়লে ১৩০-১৫০ কিমি বেগে তাণ্ডবের আশঙ্কা আছে। বরিশাল বিভাগে আছড়ে পড়লে ঝড়ের বেগ থাকতে পারে ১০০-১২০ কিমি প্রতি ঘণ্টা। মৌসম ভবনের তরফে অবশ্য আপাতত সরকারিভাবে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা তার আপডেট দেওয়া হয়নি। IMD সাম্প্রতিক বুলেটিনে জানিয়েছে যে আগামী রবিবার উত্তর আন্দামান সাগরে উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যার প্রভাবে ২২ অক্টোবর মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।