Sunday, December 28, 2025

কুকুরে খুবলে খাচ্ছে লাশ! ইজরায়েলি সেনার হানায় মৃত হামাস প্রধান, ৪২ হাজার ছাড়াল মৃত্যু

Date:

Share post:

এ দৃশ্য দেখে চোখে জল ধরে রাখা যায় না। ইজরায়েলি সেনার হানায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে গাজায়। এবার সেখানে শিউরে ওঠার মতো দৃশ্য চোখে পড়ল। ইজরায়েলের সেনার হামলায় মৃতদের দেহ খুবলে খাচ্ছে পথকুকুরেরা। একের পর এক রকেট হামলা। এদিকে নেতানিয়াহুর সেনাদের আক্রমণে মৃত্যু হয়েছে শীর্ষ হামাস প্রধান ইয়া সিনওয়ারের। ইসমাইল হানিয়ের পর হামাস তাঁকেই গোষ্ঠীর প্রধান করেছিল। ইজরায়েলি সেনা তাঁকে খতম করেছে বলে দাবি।

ইজরায়েল আর প্যালেস্তাইনের যুদ্ধের জেরে শেষ হয়ে যাচ্ছে গাজা। উত্তর গাজার এমার্জেন্সি সার্ভিসের প্রধান ফারেস আফানা জানিয়েছেন, ‘কুকুরেরাও খাদ্যের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। রাস্তায় ঘুরে ঘুরে লাশ খাচ্ছে ওরা। আমাদের জন্য দেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।’ প্যালেস্তাইনে সরকারি ভাবে নিহত হয়েছেন ৪২ হাজার ৪০৯ জন, যাঁদের মধ্যে বেশিরভাগই অসামরিক সাধারণ মানুষ। জখম হয়েছেন এক লক্ষেরও বেশি।

এদিকে মনে করা হচ্ছে, হামাস প্রধান সিনওয়ার যদি সত্যি মারা যায় তাহলে হামাসের কাছে তা বিরাট ধাক্কা হতে চলেছে। দক্ষিণ গাজায় রুটিন রেইড করছিল ইজরায়েল ডিফেন্স ফোর্স। তখন সিনওয়ার তাঁদের হাতে চলে আসে। খতম করা হয় তাঁকে।

অন্যদিকে সিনওয়ারের মৃত্যুর পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে এখন কে হবেন হামাস প্রধান। হামাস প্রধান ইসমাইল হানিয়ের মৃত্যুর পর তার জায়গা নিয়েছিল সিনওয়ার। কিন্তু অল্প সময়ের মধ্যেই আবার খালি হয়েছে হামাস প্রধানের পদ। সেই দায়িত্ব পাওয়ার দৌড়ে আছে একাধিক। মাহমুদ আল জাহার এবং মহম্মদ সিনওয়ার। হামাস গোষ্ঠীর শুরুর দিন থেকে যে সব নেতারা ছিল তাদের মধ্যে অন্যতম জাহার। হামাসের শক্তিবৃদ্ধির পিছনে এই নেতার বড় ভূমিকা রয়েছে। মহম্মদ সিনওয়ার হল মৃত ইয়া সিনওয়ারের ভাই। এই দুজন ছাড়াও আরও কয়েকজনের নাম উঠে আসছে। তারা হল মৌসা মারজৌক, মহম্মদ ডেইফ, খালিল আল হায়া, খালেদ মাসাল।

আরও পড়ুন- হাসপাতালের নিরাপত্তা এবং রাত্তিরের সাথী প্রকল্পের অগ্রগতি নিয়ে নবান্নে বৈঠক মুখ্যসচিবের

 

 

spot_img

Related articles

সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতে, বাইশ গজে চেনা ছন্দে স্মৃতি

বিতর্ককে পিছনে ফেলে রানের আলোয় স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে অবশেষে রান পেলেন...

ভোটার তালিকা ও শুনানি ইস্যুতে সোমে নির্বাচন কমিশনে তৃণমূল 

ভোটার তালিকা ও শুনানি ইস্যুতে আগামিকাল অর্থাৎ সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। ভোটার তালিকা সংশোধন...

শুনানির নামে বয়স্ক বৈধ ভোটারদের হেনস্থা

বিজেপির নির্দেশে বাংলার ওপর জোর করে এসআইআর চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার...

বাদ পড়তে পারেন তারকা ক্রিকেটার, একদিনের দল নিয়েও কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

টি২০ বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গিয়েছে। এবার একদিনের দল(ODI Team) নিয়েও বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।...