এবার দিল্লি এইমস-এ যৌন নির্যাতন! মুখে কুলুপ বিজেপির

দেশের সব থেকে বিখ্যাত কেন্দ্রীয় সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালেই যৌন নির্যাতন ! শুনতে অবাক লাগলেও এই ঘটনাই বাস্তবে ঘটেছে রাজধানী দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে৷

হাসপাতালের চিফ সিকিউরিটি অফিসার দিগ্বিজয় সিং এক মহিলা নিরাপত্তা রক্ষীকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে৷ ঘটনার পরে এই মহিলা নিরাপত্তা কর্মী হাসপাতাল কতৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ এর পরেই তড়িঘড়ি দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এইমস কতৃপক্ষ৷ সাত দিনের মধ্যে গোটা ঘটনার তদন্ত করে এইমস-র নির্দেশকের কাছে রিপোর্ট পেশ করবে এই কমিটি, জানানো হয়েছে এইমস-র তরফে৷ পুরো ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ পুরোপুরি নীরব বিজেপি নেতারাও৷ দিল্লি এইমস-র মত সুপার স্পেশালিটি কেন্দ্রীয় সরকারি হাসপাতালে কর্মরত মহিলাদের নিরাপত্তা হীনতার ইস্যু কয়েক মাসেই মধ্যেই দিল্লি বিধানসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠতে পারে বুঝেই মুখে কুলুপ দিয়েছেন বিজেপি নেতারা, দাবি রাজনৈতিক সূত্রের৷

আরও পড়ুন- শারীরিকভাবে কেমন আছেন অনশনকারী জুনিয়র ডাক্তাররা? দৈনিক রিপোর্ট চাইলেন স্বাস্থ্যসচিব