শারীরিকভাবে কেমন আছেন অনশনকারী জুনিয়র ডাক্তাররা? দৈনিক রিপোর্ট চাইলেন স্বাস্থ্যসচিব

‘আমরণ অনশনে’ বসে শারীরিকভাবে কী রকম আছেন জুনিয়র ডাক্তাররা? প্রত্যেক দিন অন্তত ২বার তাঁদের রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানোর নির্দেশ দিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Narayan Swarup Nigam)। রাজ্যের মেডিক্যাল কলেজগুলির (Medical College) অধ্যক্ষ ও হাসপাতালের সুপারকে ব্যক্তিগত ভাবে অসুস্থ জুনিয়র ডাক্তারদের চিকিৎসার উপর নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
গত ৫ অক্টোবর থেকে ১০ দফা দাবিতে ধর্মতলায় প্রথমে ‘আমরণ অনশনে’ বসেছিলেন ৬জন জুনিয়র ডাক্তার। তাঁদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। অনশনে বসা আর জি করের জুনিয়র ডাক্তার (Junior Doctor) অনিকেত মাহাতকেও হাসপাতালে ভর্তি করানো হয়। আবার ৬ অক্টোবর থেকে উত্তরবঙ্গেও ‘আমরণ অনশনে’ বসেন জুনিয়র ডাক্তার সৌভিক বন্দ্যোপাধ্যায় ও অলোক বর্মা। তবে দুজনকেই অসুস্থতার কারণে বর্তমানে হাসপাতালে ভর্তি। রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে সব মিলিয়ে এখন ৫ জন অনশনকারীর চিকিৎসা চলছে।স্বাস্থ্য ভবনের তরফে অসুস্থ অনশনকারীদের স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট চাওয়া হল। মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে অসুস্থ অনশনকারীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট চেয়েছেন স্বাস্থ্যসচিব। তিনি চিঠিতে লেখেন, প্রতিদিন স্বাস্থ্য ভবনে অসুস্থ অনশনকারীদের ‘স্টেটাস রিপোর্ট’ পাঠাতে হবে। দিনে কমপক্ষে দুবার সেই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষ এবং হাসপাতালের সুপারকে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন।