Thursday, August 21, 2025

সৌরভের হাত ধরে বহরমপুরে উদ্বোধন হলো নতুন ক্রিকেট অ্যাকাডেমির

Date:

কমল মজুমদার, জঙ্গিপুর : বহরমপুরে নতুন ক্রিকেট অ্যাকআডেমি। নতুনদের তুলে আনতে বহরমপুরে উদ্বোধন হলো ‘জগমোহন ডালমিয়া কভার্ড ক্রিকেট সেন্টার’। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে বহরমপুরে উদ্বোধন হলো ‘জগমোহন ডালমিয়া কভার্ড ক্রিকেট সেন্টার’। সিএবি এবং মুর্শিদাবাদ জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হল এই ক্রিকেট অ্যাকাডেমি। এই অ্যাকাডেমির পাশাপাশি একটি অত্যাধুনিক বোলিং মেশিনেরও উদ্বোধন করেন বাংলার মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র সহ প্রশাসনের কয়েকজন আধিকারিক।

এই অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,” বহরমপুর স্টেডিয়াম ময়দানের সুন্দর মাঠ এবং অন্যান্য সুবিধা দেখে আমার খুবই ভালো লাগলো। আমি যখন সিএবি-র সভাপতি ছিলাম সেই সময় এই প্রকল্পের শুরু হয়। সিএবি-র তরফ থেকে সমস্ত জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনকে অর্থ বরাদ্দ করা হয়েছিল। সেই প্রকল্পের অংশ হিসেবে বহরমপুরে ক্রিকেটে অ্যাকাডেমির এবং বোলিং মেশিনের উদ্বোধন করা হল।” এখানেই না থেমে তিনি আরও বলেন,”রাজ্যের সমস্ত জেলাগুলোতে ক্রিকেট খেলার উন্নতির জন্য সিএবি-র তরফ থেকে বিভিন্ন কাজ করা হচ্ছে। জেলার ক্রিকেট এবং বাংলার ক্রিকেট একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন যারা জেলা থেকে ভালো খেলছে তারা কলকাতায় থেকে অনুশীলন করার সুযোগ পাচ্ছে। সিএবি তাদের জন্য বিভিন্ন প্রোগ্রাম করছে এবং বয়স ভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করছে। আমরা আশাবাদী আগামী দিন মুর্শিদাবাদ জেলা থেকে অনেক ভালো ক্রিকেটার উঠে আসবে।”

এদিকে ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন কোচিং ক্যাম্প থেকে প্রায় ৩০০ এর বেশি শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদ জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন,” ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর (সিএবি) অধীনে এই ক্রিকেট একাডেমি আগামী দিন জেলা থেকে অনেক ভালো খেলোয়াড় তুলে আনবে বলে আমরা আশাবাদী।”

আরও পড়ুন- আগামিকাল বড় ম্যাচ, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের


Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version