Saturday, August 23, 2025

ফের বিমানে বোমাতঙ্ক (Bomb Threat)। একটা নয়, দু-দুটো বিমানে। বৃহস্পতিবার ইন্ডিগো (Indigo) এবং ভিসতারার (Vistara Airlines) বিমানে বোমাতঙ্ক ছড়ায়। প্রথমটি জার্মানির (Germany) ফ্রাঙ্কফুর্ট থেকে আসা মুম্বইমুখী ভিস্তারা বিমানে বোমার আতঙ্ক ছড়ায়। ফ্রাঙ্কফুর্ট থেকে আসা বিমান মুম্বইয়ের কিছুটা দূরেই বোমাতঙ্ক ছড়ায়। তারপরেই মুম্বইয়ে তড়িঘড়ি জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। সকাল পৌনে আটটা নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport Mumbai) জরুরি অবতরণ করে বোয়িং ৭৮৭ বিমানটি। বিমানে ১৫০ জন যাত্রী ও কর্মী ছিলেন।
অন্যদিকে আবার আর একটি ইন্ডিগোর বিমান তুরস্ক (Turkiye) থেকে মুম্বই রওনা হয়। সেই বিমানেও বোমাতঙ্ক ছড়ায় ওই একই দিনে। যদিও সন্দেহজনক কিছু উদ্ধার হয়েছে কিনা, তা জানা যায়নি। তবে যাত্রীদের নিরাপদে নামিয়ে বিমানে তল্লাশি করা হয়। সোমবার থেকে লাগাতার ইন্ডিগো, স্পাইসজেট, আকাসা এবং এয়ার ইন্ডিয়ার ১২টিরও বেশি বিমানে (Flight) বোমাতঙ্ক ছড়ায়। এই ঘটনায় ইতিমধ্যেই ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁওয়ের এক কিশোরকে নিজেদের হেফাজতে নিয়েছে মুম্বই পুলিশ। পাশাপাশি, এই আতঙ্ক ছড়ানোর জন্য সন্দেহজনক আরও কয়েক জনকে চিহ্নিত করা হয়েছে বলেও সূত্রের খবর।সম্প্রতি একাধিক দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে বোমার হুমকি দেওয়া হচ্ছে। এর আগে ১৪ অক্টোবর লন্ডনমুখী এয়ার ইন্ডিয়ার বিমানকে বোমাতঙ্কের কারণে জরুরি অবতরণ করানো হয়েছিল। প্রায় একইসময়ে মুম্বই-মাসকট, মুম্বই-জেড্ডার ২টি ইন্ডিগোর বিমান বোমা-হুমকি পেয়েছিল।  বুধবারই বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী (Minister of Civil Aviation of India) রামমোহন নায়ডু (Kinjarapu Ram Mohan Naidu)। কিন্তু তার পরেও পর পর দুদিন একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল।







Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version