Wednesday, August 27, 2025

সৌরভের হাত ধরে বহরমপুরে উদ্বোধন হলো নতুন ক্রিকেট অ্যাকাডেমির

Date:

কমল মজুমদার, জঙ্গিপুর : বহরমপুরে নতুন ক্রিকেট অ্যাকআডেমি। নতুনদের তুলে আনতে বহরমপুরে উদ্বোধন হলো ‘জগমোহন ডালমিয়া কভার্ড ক্রিকেট সেন্টার’। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে বহরমপুরে উদ্বোধন হলো ‘জগমোহন ডালমিয়া কভার্ড ক্রিকেট সেন্টার’। সিএবি এবং মুর্শিদাবাদ জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হল এই ক্রিকেট অ্যাকাডেমি। এই অ্যাকাডেমির পাশাপাশি একটি অত্যাধুনিক বোলিং মেশিনেরও উদ্বোধন করেন বাংলার মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র সহ প্রশাসনের কয়েকজন আধিকারিক।

এই অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,” বহরমপুর স্টেডিয়াম ময়দানের সুন্দর মাঠ এবং অন্যান্য সুবিধা দেখে আমার খুবই ভালো লাগলো। আমি যখন সিএবি-র সভাপতি ছিলাম সেই সময় এই প্রকল্পের শুরু হয়। সিএবি-র তরফ থেকে সমস্ত জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনকে অর্থ বরাদ্দ করা হয়েছিল। সেই প্রকল্পের অংশ হিসেবে বহরমপুরে ক্রিকেটে অ্যাকাডেমির এবং বোলিং মেশিনের উদ্বোধন করা হল।” এখানেই না থেমে তিনি আরও বলেন,”রাজ্যের সমস্ত জেলাগুলোতে ক্রিকেট খেলার উন্নতির জন্য সিএবি-র তরফ থেকে বিভিন্ন কাজ করা হচ্ছে। জেলার ক্রিকেট এবং বাংলার ক্রিকেট একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন যারা জেলা থেকে ভালো খেলছে তারা কলকাতায় থেকে অনুশীলন করার সুযোগ পাচ্ছে। সিএবি তাদের জন্য বিভিন্ন প্রোগ্রাম করছে এবং বয়স ভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করছে। আমরা আশাবাদী আগামী দিন মুর্শিদাবাদ জেলা থেকে অনেক ভালো ক্রিকেটার উঠে আসবে।”

এদিকে ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন কোচিং ক্যাম্প থেকে প্রায় ৩০০ এর বেশি শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদ জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন,” ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর (সিএবি) অধীনে এই ক্রিকেট একাডেমি আগামী দিন জেলা থেকে অনেক ভালো খেলোয়াড় তুলে আনবে বলে আমরা আশাবাদী।”

আরও পড়ুন- আগামিকাল বড় ম্যাচ, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের


Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version