Thursday, November 13, 2025

মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, সোমবার নবান্নে বৈঠকে যাবেন জুনিয়র ডাক্তাররা

Date:

Share post:

“আমরা সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকে যাব। উনি আমাদের দাবি মেনে নিন, আমরাও কাজে ফিরতে চাই। নির্দেশিকা বের করার জন্য গত ১৪ দিন ধরে বসে আছি।“ শনিবার, অনশনমঞ্চ থেকে মুখ্যসচিবের ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা হয় আন্দোলনকারীদের। তাঁর সঙ্গে বৈঠক করতে চান আন্দোলনকারীরা। আবেদন মেনে সোমবার, বিকেল ৫টায় নবান্নে বৈঠকে ডাকেন মুখ্যমন্ত্রী। ১০ জন প্রতিনিধি নিয়ে যেতে হবে। জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) সময়ে পৌঁছতে বলেন মুখ্যমন্ত্রী।

এরপরেই ফের জিবি মিটিং করেন জুনিয়র ডাক্তাররা। বৈঠক শেষে তাঁরা জানান, সোমবার নবান্নে যাবেন। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সায়ন্তনী ঘোষ হাজরা বলেন, “আমাদের মনে হয়েছে মুখ্যমন্ত্রী আমাদের দশ দফা দাবি স্পষ্ট ভাবে জানেনই না।“তবে দাবি মানা না হলে, কাজে ফিরবেন না বলে হুমকি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। অনশনরত স্নিগ্ধা বলেন, “যে দিন অনশনে বসেছি, সে দিনও ডিউটি করে এসেছি। আর আমরা মাত্র আট জন এখানে অনশনে বসার জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে? এটা উনি কী ভাবে বললেন? উনি দাবি মেনে নিন, তা হলে এখনই কাজে ফিরব আমরা।“

আরেক অনশনকারী আলোলিকা ঘোড়ুই বলেন, “ইমেল করে আগেও আমরা দাবিগুলি জানিয়েছি। এখানে অনশনে বসার আগেও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। আমাদের সব সহকর্মী কাজে ফিরেছেন। শুধু আমরা আট জন কাজ করছি না, যারা অনশনে বসে আছি। আ্মরা বাধ্য হয়েছি এই সিদ্ধান্ত নিতে। কারণ, আমরা ন্যায়বিচার পাইনি।“ অনশনকারী রুমেলিকা কুমারের মতে, “এত দিন ধরে একই দাবি জানিয়েছি। তবু ৭১ দিন পরেও শুনছি উনি দাবিগুলি জানেনই না। তা হলে কি ওঁকে জানানো হচ্ছে না?“ আন্দোলনকারীদের মতে, এই কারণেই তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে কথা বলতে চান। সোমবার নবান্নে ঠিক সময় পৌঁছতে বলেন মুখ্যমন্ত্রী। কারণ এর আগে তাঁর সঙ্গে বা মুখ্যসচিবের সঙ্গে সমস্ত বৈঠকেই আন্দোলনকারীরা নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে দু ঘণ্টা দেরিতে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী যে তার পুনরাবৃত্তি চান না, সেটা তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট।







spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...