Monday, August 25, 2025

মধ্যযুগীয় ব.র্বরতা! হাত-পা বেধেঁ পিঁপড়ের চাকে ফেলে বালককে অ.ত্যাচার

Date:

এ যেন মধ্যযুগীয় বর্বরতা! এক যুবকের সাথে মসকরা করার এমন শাস্তি পেল পাঁচ বছর বয়সী বালক, হতবাক সকলেই। হাত-পা বেঁধে তাকে বসিয়ে দেওয়া হল পিঁপড়ের (ant) চাকে। দীর্ঘক্ষণ ওই অবস্থায় থাকায় বালকটির সারা গায়ে কামড়ে ফুলিয়ে দিয়েছে পিঁপড়ে ৷ অমানবিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের সাহেবডাঙা গ্রামে। ইতিমধ্যে যুবকের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার বিকেল তিনটে থেকেই ওই এলাকার বাসিন্দা জাহিদ আলি ধাবক-এর পাঁচ বছরের নাবালক পুত্রের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না (Missing)। মা রোজিনা বিবি ও বাবা জসিদ সেই সময় বাড়ি ছিলেন না। তাঁরা ফিরে এসে খোঁজাখুঁজি শুরু করেন। আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে তারা যখন তাকে একটি খেলার মাঠে খোঁজ করার সময় দেখেন পথেই একটি নির্জন জায়গায় তাঁদের ছেলেকে হাত-পা বাঁধা অবস্থায় একটি পিঁপড়ের চাকের উপর ফেলে রাখা হয়েছে। সেই নাবালকের কথা অনুযায়ী, তাঁর প্রতিবেশী এক যুবকের সঙ্গে ইয়ার্কি মারার ‘অপরাধে’ তাকে এই শাস্তি পেতে হয়েছে।

উদ্ধারের পর দেখা যায় পিঁপড়ের কামড়ে ছেলেটির শরীরের নানা জায়গা ফুলে উঠেছে। এবিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে, বালকটির মাকে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ৷ শিশুটির পরিবারের অভিযোগ, অভিযুক্ত এলাকায় প্রভাবশালী ৷ এমনকী বালকটিকে ঘটনার কথা কাউকে না জানাতে হুমকি দেওয়া হয়েছে বলেও জানায় তাঁরা।

পিঁপড়ের কামড়ের বিষক্রিয়ায় বালকটি অসুস্থ হয়ে পড়লে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (Santipur State General Hospital) ভর্তি করা হয়। সেখানে সে আপাতত চিকিৎসাধীন। অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ (Santipur Police Station)।

আরও পড়ুন- জুনিয়র ডাক্তারদের সংগঠনের অ্যাকাউন্টে ১.৭০ কোটি টাকা, ঠিকানাতেও বিতর্ক! কে দিচ্ছে মদত? প্রশ্ন তৃণমূলের


 

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version