Tuesday, November 11, 2025

“জোর করে হিন্দি ভাষা চাপানো হচ্ছে”, রাজ্য সঙ্গীত বির্তকের মাঝেই মন্তব্য স্ট্যালিনের

Date:

Share post:

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজ্য সঙ্গীত বিতর্কে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল সংঘাত চরমে। একদিকে যেখানে রাজ্যপালকে সরানোর দাবিতে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (M K Stalin)। এরই মাঝে দক্ষিণের রাজ্যে ফের চরম আকার নিল হিন্দি (Language) বিতর্ক। চেন্নাই দূরদর্শনে হিন্দি মাস সমাপন সমারোহ পালনের নিন্দায় সরব ডিএমকে নেতা (DMK Leader) তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Chief Minister of Tamil Nadu)। কড়া ভাষায় এর প্রতিবাদ করে এমকে স্ট্যালিন জানান, “ভারত বহু ভাষার দেশ। সেখানে অহিন্দিভাষী রাজ্যে জোর করে হিন্দি মাস উদযাপন আসলে অন্য ভাষাকে ছোট করা।”

তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত থেকে ‘দ্রাবিড়’ শব্দটি বাদ দেওয়া নিয়েই এই বিতর্কের সূত্রপাত। দূরদর্শনের চেন্নাইয়ের দফতরে এক অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যপাল (Governor) আর এন রবি। সেখানে রাজ্য সঙ্গীত ‘তামিল থাই ভাজ়থু’ গানটি গান এক দল শিল্পী। গানটিতে দ্রাবিড়ভূমির সম্মানে থাকা একটি লাইন বাদ যায়। এর পরেই শুরু হয় রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী স্ট্যালিন দাবি করেন, গানটি থেকে ‘দ্রাবিড়’ শব্দ বাদ যাওয়া রাজ্য ও তামিল ভাষার পক্ষে অবমাননাকর। তাঁর প্রশ্ন, রাজ্যপাল কি জাতীয় সঙ্গীত থেকেও দ্রাবিড় শব্দ বাদ দেবেন? তাঁর মতে, কেন্দ্রের উচিত এখনই রবিকে রাজ্যপালের পদ থেকে সরানো। কারণ, তিনি ‘দ্রাবিড় অ্যালার্জিতে’ ভুগছেন।

এবার দ্রাবিড় শব্দ বিতর্কের রেশ ধরে রেখেই, চেন্নাই দূরদর্শনে হিন্দি মাস সমাপন সমারোহ পালনের নিন্দা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (M K Stalin)। এই বিষয়ে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “চেন্নাই দূরদর্শনে হিন্দি মাস সমাপন সমারোহ পালনের তীব্র নিন্দা জানাচ্ছি আমি। প্রধানমন্ত্রীর কার্যালয়, দেশের সংবিধান কোনও ভাষাকেই রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেয়নি। ফলে আমার পরামর্শ অহিন্দি রাজ্যে এভাবে জোর করে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা উচিৎ। এবং যে রাজ্যে যে ভাষা ব্যবহৃত হয় সেই ভাষাকে সম্মান জানিয়ে সংশ্লিষ্ট ভাষায় সমাপন সমারোহ আয়োজন করা উচিৎ।”

এদিকে রাজ্যপালের দফতরের তরফ থেকে স্ট্যালিনের এহেন অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, যে অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছিল, সেখানে রাজ্যপাল একজন অতিথি হিসেবে গিয়েছিলেন। তিনি রাজ্য সঙ্গীত সম্পর্কে কোনও নির্দেশই সেখানে দেননি। যাঁরা গানটি গাইছিলেন, তাঁরাই ভুল করে সেই লাইনটি বাদ দিয়েছিলেন। তবে সে দাবি মানতে নারাজ স্ট্যালিন। তাঁর দাবি, আগেই এই রাজ্যপাল এই ধরনের কাজ করেছেন। প্রতিবার বিষয়টা অসাবধানতা নয় ইচ্ছাকৃত। তবে মুখ্যমন্ত্রীর দাবি না মেনে, পালটা স্ট্যালিনকে তোপ দেগেছেন রাজ্যপাল রবি (R.N. Ravi)। তাঁর অভিযোগ, ভাষাকে হাতিয়ার করে তামিলনাড়ুকে দেশ থেকে আলাদা করার পরিকল্পনা করেছে এরা। তবে এই ষড়যন্ত্র সফল হবে না।

আরও পড়ুন- তৃণমূলের চাপে নতিস্বীকার! জীবন বিমার প্রিমিয়ামে GST প্রত্যাহারের পথে কেন্দ্র

 

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...