Monday, August 25, 2025

শিণ্ডে শিবিরে যোগ গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্তের! থাকবেন ভোটপ্রচারে

Date:

দেশের যাবতীয় অপরাধের শিখরে ফের উঠে আসছে বাণিজ্য নগরী মুম্বই তথা মহারাষ্ট্রের নাম। একদিকে ব্যাঙ্গালুরুতে টাকা দিয়ে বিজেপির টিকিট দেওয়ার নামে প্রতারণায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশির ভাই আশ্রয় নিয়েছিলেন মহারাষ্ট্রের কোলাপুরে। অন্যদিকে ব্যাঙ্গালুরুতে সাংবাদিক গৌরী লঙ্কেশ (journalist Gauri Lankesh) খুনে অভিযুক্তকেও এবার সাদর গ্রহণ করল শিবসেনার শিণ্ডে শিবির (Shivsena Shinde camp)। অপরাধীর শাস্তি তো দূরের কথা, দেশে আলোড়ন ফেলা হত্যা মামলার অভিযুক্ত এবার হতে চলেছেন এনডিএ (NDA) জোটের ভোট প্রচারের মুখ, খবর সূত্রের।

বিজেপি ও তার সহযোগী এনডিএ (NDA) দলগুলি যে গুণ্ডা রাজনীতির হাত ধরে গোটা দেশে রাজত্ব চালাচ্ছে তার একটি উদাহরণ সম্প্রতি মহারাষ্ট্র পেয়েছে বারবার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) অত্যাচারের মধ্যে দিয়ে। এবার তারা সাক্ষী থাকবে সাংবাদিক হত্যার মূল অপরাধীর কার্যকলাপেরও। সৌজন্য শিবসেনার শিণ্ডে শিবির। রবিবারই সাদরে সেই শ্রীকান্ত পানঘরকরকে (Shrikant Panghar) দলে যোগদান করাল শিণ্ডে শিবির। অর্থাৎ খুনিকে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পদার্পণ করানোর কারিগর হয়ে রইল মহারাষ্ট্রের শাসকদল।

যদিও আনুষ্ঠানিক যোগদানের পরে পানঘরকরের দাবি তিনি শিবসেনাতেই (Shivsena) ছিলেন। ১৯৯৯ সাল থেকে তিনি শাখা প্রমুখের দায়িত্ব সামলেছেন। তবে দুটি খুন ও অস্ত্র মামলায় অভিযুক্ত হওয়ার কারণে রাজনীতি থেকে সরে গিয়েছিলেন। তাঁকে দলে যোগদান করানোর জন্যই ঘটা করে বিজেপি সহযোগী শিবির থেকে সম্প্রতি সংবর্ধনার আয়োজন করা হয়েছিল, তাও এদিন স্পষ্ট হয়ে যায়।

হাতে গোনা কয়েকদিন পরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে যে কোনও যোগদানই যে ভোটের ময়দানে রাজনৈতিক ফায়দা তোলার জন্য, তা বলার অপেক্ষা রাখে না। পানঘরকরের দাবি তিনি জালনা বিধানসভাকেন্দ্র থেকে ভোটে লড়ার আবেদন করেছিলেন। কিন্তু শরিক দলের মধ্যে আসন রফার জেরে তা সম্ভব হয়নি। এই কেন্দ্রে এমনিতেই বিধায়ক রয়েছেন কংগ্রেসের। তাই তিনি পিছনে থেকে জালনা নির্বাচন ক্ষেত্রের নির্বাচনের প্রধান হিসাবে কাজ করবেন। থাকবেন নির্বাচনী প্রচারেও।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version