‘ডার্বিতে চাই বাঙালি ফুটবলার’, বড় ম্যাচে গ্যালারিতে সমর্থকদের আবেগের টিফো

ছবি : দেবস্মিত মুখোপাধ্যায়

ডার্বিতে চাই বাঙালি ফুটবলার। মরশুমের প্রথম ডার্বিতে যুবভারতীর গ্যালারিতে দেখা গেল এমনই এক টিফো। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল আইএসএল-এর প্রথম ম্যাচ। মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। আর সেই ম্যাচেই গ্যালারিতে দেখা গেল বড়সড় টিফো । যেখানে বার্তা , ডার্বিতে বাঙালি ফুটবলার চাই।

একটা সময় ময়দান কাপিয়েছেন, পিকে বন্দ্যোপাধ্যায়, চূনী গোস্বামী, সুব্রত ভট্টাচার্য, বিদেশ বোস, ভাস্কর গঙ্গোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য, কৃষানু দে, মানস ভট্টাচার্য, গৌতম সরকাররা। দুই প্রধানে খেলেছেন দাপিয়ে। এমনকি, সম্প্রতি, মেহতাব হোসেন, রহিম নবি, দীপঙ্কর রায়, দীপেন্দু বিশ্বাসরা। যেখানেই ডার্বি আগে আবেগে ভাসত ফুটবলাররা। বুঝত ডার্বির গুরুত্ব। সমর্থকদের আবেগে গা ভাসিয়ে দিতেন তাঁরাও। বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে ময়দান কাঁপাতেন এই বাঙালি ফুটবলাররা। কিন্তু গত কয়েক মরশুমে আর দুই প্রধানের ছবি পাল্টেছে। বাংলি ফুটবলারের সংখ্যা কমে, জায়গা করে নিচ্ছে ভিনরাজ্যের ছেলেরা। দুই প্রধানে বাঙালির সংখ্যা এখন হাতেগোণা। চলতি মরশুমে লাল-হলুদে যেমন রয়েছেন সৌভিক চক্রবর্তী, প্রভাত লাকরা। সঙ্গে রিজার্ভ দলে রয়েছেন গোলকিপার দেবজিৎ মজুমদার, সায়ন বন্দ্যোপাধ্যায়। অপরদিকে মোহনবাগানে রয়েছেন শুভাশিস বসু। রয়েছেন দীপেন্দু বিশ্বাস। যদিও তিনি রিজার্ভ দলে। আর এই ছবি যেন বার বার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ডার্বিতে কমছে বাঙালি ফুটবলারের সংখ্যা। যে বড় ম্যাচে এক সময় বাংলার ফুটবলারদের দাপট দেখা যেত, সেই ম্যাচ কার্যত বাঙালি শূন্য হতে বসেছে। আর সেই কারণেই গ্যালারিতে পুরনো ছবি ফেরানোর দাবি উঠল। এদিন ম্যাচ শুরুর আগে ইস্টবেঙ্গল গ্যালারি থেকে ঝোলানো হল বিশাল টিফো। টিফোতে লেখা, ‘গ্যালারি আজ বলছে ভাই, ডার্বিতে বাঙালি ফুটবলার চাই।‘

একই কথা শোনা গেল ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের গলাতেও। ম্যাচ শেষে তিনি বলেন, “ আমাদের সময় প্রচুর বাঙালি ফুটবলার ছিল। যার জন্য ডার্বিতে লড়াই ছিল। আজ আর লড়াই দেখতে পেলাম না। ডার্বিতে আবেগ দেখতে চাইলে বাঙলি ফুটবলার দরকার।“

আরও পড়ুন- আইএসএল-এ ডার্বির রং সবুজ-মেরুন, লাল-হলুদকে হারাল ২-০ গোলে