Monday, November 10, 2025

সোমের বৈঠকে আসুন অনশন তুলে: জুনিয়র ডাক্তারদের ইমেলে আবেদন মুখ্যসচিবের

Date:

বারবার তাঁদের কাছে আবেদন জানানো হচ্ছে তাঁরা যেন অনশন তুলে নেন। শনিবার ধর্মতলার অনশন মঞ্চে মুখ্যসচিবের ফোনের মাধ্যমেও অনশনরত জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) কাছে এই আবেদন করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আন্দোলনকারীদের আবেদন মেনেই সোমবার নবান্নে বৈঠকের সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই বিষয়ে জুনিয়র ডাক্তারদের কাছে ইমেল গিয়েছে মুখ্যসচিবের তরফ থেকে। সেখানে অনশন তুলে বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছেন মনোজ পন্থ (Manoj Panth)। ইমেলে মুখ্যসচিব জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) জানিয়েছেন, অনশন প্রত্যাহার করে ২১ অক্টোবর নবান্নের বৈঠকে যোগ দিন। মুখ্যসচিব ইমেলে জানান,
সোমবার বিকেল ৫টায় বৈঠক হবে নবান্ন সভাঘরে।
বৈঠকে জুনিয়র ডাক্তারদের ১০ জন প্রতিনিধি থাকবেন।
কারা থাকবেন, তাদের নাম ইমেল করে আগে জানাতে হবে।
বৈঠক শুরুর আধঘণ্টা আগে অর্থাৎ বিকেল সাড়ে ৪টে নবান্নে পৌঁছতে হবে।
বৈঠকের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৫ মিনিট।

জুনিয়র ডাক্তারদের ফোনেও মুখ্যমন্ত্রী বলেছিলেন, সময়মতো বৈঠকে আসার জন্য। তবে মুখ্যসচিব তাঁর ইমেলে স্পষ্ট করে জানিয়েছেন, বৈঠকে যোগ দিতে অনশন তুলে আসতে হবে।

শুক্রবার, ধর্মঘটের হুমকি দিয়েছিলেন জুনিয়র ডাক্তার। শনিবার বেলা দুটোর আগেই ধর্মতলার অনশনমঞ্চে পৌঁছে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। আর সেখানে মুখ্যসচিবের ফোনে মুখ্যমন্ত্রী কথা বলেন অনশনকারী-সহ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে। বারবার তিনি অনুরোধ করেন অনশন তুলতে। জানান, আগের দাবির বেশিরভাগ মানা হয়েছে। বৈঠকে বসতে চাইলে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসুন জুনিয়র ডাক্তাররা। কিন্তু আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গেই বৈঠক করতে চান। কিন্তু মমতা জানান, মঙ্গলবার পর্যন্ত তাঁর অন্য কর্মসূচি আছে। তবে, জুনিয়র ডাক্তারদের আবেদন মেনে সোমবার ওই বৈঠকের সময় দেন মুখ্যমন্ত্রী। তবে আন্দোলনকারীদের শারীরিক অবস্থার কথা ভেবে অনশন তুলে নেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী। এরপর মুখ্য সচিবের চিঠিতেও সেই একই আবেদন।







Related articles

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...

চেন্নাই ছেড়ে দিচ্ছে জাদেজাকে! জল্পনার মধ্যেই উধাও ইনস্টাগ্রাম প্রোফাইলও

আগামী ১৫ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction 2026) হতে পারে। গত বছরই মেগা নিলাম হয়েছে। ফলে সব...
Exit mobile version