Monday, November 3, 2025

অনশন তুলছেন না জুনিয়র চিকিৎসকরা, বৈঠকে যোগ দেওয়ার বার্তা দিয়ে দাবি

Date:

Share post:

মুখ্যসচিবের (Chief Secretary) অনুরোধ মানছেন না জুনিয়র চিকিৎসকরা। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার বার্তা দিয়েও অনশন (hunger strike) না তোলার দাবিতেই অনড় থাকলেন জুনিয়র চিকিৎসকরা (junior doctors)। রবিবার জেনারেল বডি বৈঠক (GB meeting) শেষে জানালেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা। বৈঠকের জন্য কোনও শর্ত তাঁরা মানবেন না বলে জুনিয়র চিকিৎসকরা যে দাবি রবিবার করলেন, তার পরে ফের সোমবার নবান্নের বৈঠক ঘিরে ফের জটিলতা বাড়ালেন আন্দোলনকারী চিকিৎসকরা। এতদিন যে জুনিয়র চিকিৎসকরা নিজেরা বারবার বৈঠকের আগে একের পর এক শর্ত দিয়েছেন, এবার তাঁরা সরকারের শর্ত সরাসরি ‘না’ জানিয়ে দিলেন।

বারবার হুমকির মুখে রাজ্য সরকারকে দাবি মানতে বাধ্য করা জুনিয়র চিকিৎসকরা কার্যত ভুলে গেলেন নিজেদের শর্তের কথা। তাঁদের সুস্থতা ও শুভ কামনায় যেভাবে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এগিয়ে এসেছেন শনিবারও তার ব্যতিক্রম হয়নি। অনশন মঞ্চে রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) ও স্বরাষ্ট্রসচিবকে (Home Secretary) কথা বলার জন্য পাঠালেও মুখ্যমন্ত্রী নিজে ফোনে কথা বলেছেন আন্দোলনকারীদের সঙ্গে। সেখানেই তিনি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের একটি বাদ দিয়ে সব দাবিই মেনে নেওয়া হয়েছে। এরপর তাঁদের দ্রুততার সঙ্গে সোমবার নবান্নে (Nabanna) বৈঠকেও ডাকেন তিনি।

সেই বৈঠকে যোগ দেওয়া নিয়ে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেনারেল বডি মিটিং করেন জুনিয়র চিকিৎসকরা। বৈঠক শেষে নবান্নে বৈঠকে যোগ দেওয়ার দাবি জানিয়েও নিজেদের জেদে অনমনীয় থাকেন তাঁরা। দেবাশিস হালদার জানান, বৈঠকে যোগ দেওয়ার কোনও পূর্ব শর্ত তাঁরা মানবেন না। তাঁদের সাথীরা আরও দুদিন অনশনে (hungers strike) থাকতে পারবেন। তবে বৈঠকের আগে অনশন উঠবে না। বৈঠকের ফলাফল যা-ই হোক তারপর যে অনশন উঠবে তার ইঙ্গিতও দিয়েছেন তাঁরা। বৈঠকে নেতিবাচক ফল হলে সর্বাত্মক ধর্মঘটের পথে যাবেন বলে জানান জুনিয়র চিকিৎসকরা। তখন অনশন তুলেই কর্মসূচিতে যোগ দেবেন ধর্মতলায় থাকা চিকিৎসকরা।

তবে সরকারের অনুরোধে সরাসরি না বলা জুনিয়র চিকিৎসকরা এদিন ভুলে গেলেন আর জি করা আন্দোলন নিয়ে যতবার নবান্নের ডাকা বৈঠকে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, শর্ত (condition) তাঁরাই দিতেন। এক্ষেত্রে নবান্নের (Nabanna) মেলে যে দশজন প্রতিনিধি নিয়ে বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল, তা তাঁরা মানবেন কিনা তাও জানানো হয়নি। ফলে একাংশের বিশেষজ্ঞরা মনে করছেন অনশন না তোলার বার্তা দিয়ে ফের জটিলতা বাড়ালেন জুনিয়র চিকিৎসকরা। যার প্রতিফলন সোমবার বৈঠকের আগে দেখা যেতে পারে।

spot_img

Related articles

Gold Silver Price: সপ্তাহের শুরুতে বাড়ল সোনার দাম

সোমবার ৩ নভেম্বর, ২০২৫   ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১২১২০ ₹     ১২১২০০ ₹ খুচরো পাকা সোনা    ১২১৮০...

বিশ্বকাপ জয়ের পরই বিয়ে, মাঠেই স্মৃতিকে আলিঙ্গন প্রেমিক পলাশের, তারপর…

বিশ্বকাপ জয়ের পরই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করছেন স্মৃতি মান্ধানা।  ১৮ দিন পরই বিয়ে করছেন স্মৃতি।অবশেষে পরিণতি পাচ্ছে...

সোনার মেয়ের ঘরে ফেরার অপেক্ষায় শিলিগুড়ি

শিলিগুড়ির মেয়ের হাত ধরে বাঙালি প্রথম বার বিশ্বকাপ (world cup win 2025) হাতে ছুঁয়ে দেখল। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে...

‘নিজের ঘরে’ ফিরলেন কানন, সঙ্গে বৈশাখীও: মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবাইকেই আসতে হবে, মত অরূপের

ছাব্বিশের নির্বাচনের আগেই ঘর ওয়াপসি। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baisakhi Banerjee) নিয়ে তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন কলকাতার প্রাক্তন মেয়র...