বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতের! তুরস্কের ইস্তানবুলে সম্মানিত কলকাতার রেডিও ডকুমেন্টারি

বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতের। ফের একবার নজর কাড়ল পূর্ব কলকাতার জলাভূমির প্রসঙ্গ। শহরের পরিবেশ রক্ষায় জলাভূমি যে গুরুত্বপূর্ণ তা জানিয়েই আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি (Award) পেল ভারত (India)। শহরের পরিবেশ রক্ষায় তার গুরুত্ব আর মানুষের সঙ্গে তার সম্পর্কের গল্প শুনিয়ে বিশ্ব দরবারে এই পুরস্কার। এখানেই শেষ নয়, প্রসারভারতীর (Prasar Bharati) তরফে আকাশবাণী কলকাতা (Akashvani Kolkata) পেল সেরার শিরোপা।

একটা সময় ঘরে ঘরে দেখা মিলত রেডিওর। কিন্তু বিগত কয়েক বছরে মোবাইল ফোন ও বিভিন্ন মিউজিক অ্যাপের দাপটে অল্প হলেও জনপ্রিয়তা হারিয়েছে রেডিও (Radio)। তবে রেডিওর প্রসঙ্গ উঠতেই মাথায় আসে আকাশবাণীর কথা। বিনোদন হোক বা লোকশিক্ষা দুই দিকেই সমানতালে দায়িত্ব পালন করে চলেছে প্রাচীন এই সংস্থাটি। সেই প্রমাণই আরও একবার পাওয়া গেল একটি রেডিও প্রযোজনা ‘হুইস্পার অফ আ ওয়েটল্যান্ড: এ ভিশন ফর টুমরো’-তে (“Whisper of a Wetland: A Vision for Tomorrow”)। এই রেডিও ডকুমেন্টারির (Radio documentary) জন্যই ২২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে (Istanbul) ২০২৪ সালের ‘রেডিও/ অডিও এবিইউ পারস্পেকটিভ অ্যাওয়ার্ড’ বিভাগে সেরার পুরস্কার পেল ভারত।

এই রেডিও ডকুমেন্টারির (Radio Documentary) প্রযোজক তথা আকাশবাণী কলকাতার (Akashvani Kolkata) আধিকারিক শুভায়ন বালা এই বিষয়ে বলেন, “জলাভূমির ভূমিকা এবং পরিবেশের সংরক্ষণে এর গুরুত্বের কথাই তুলে ধরা হয়েছিল এই প্রযোজনায়। পূর্ব কলকাতার জলাভূমিটির প্রাকৃতিক জলশোধন ব্যবস্থা এবং সমৃদ্ধ জীববৈচিত্রের সঙ্গে স্থানীয় মানুষের অর্থনীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যও মিশে রয়েছে।”

১৯৬৪ সালে এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন বা এবিইউ (ABU) স্থাপিত হয়েছিল। বিশ্বে ২৪০টিরও বেশি গণমাধ্যম এই ইউনিয়নের সদস্য। এটিই বিশ্বের বৃহত্তম ব্রডকাস্টিং ইউনিয়ন। প্রতিবছর সম্প্রচারের ক্ষেত্রে সেরার স্বীকৃতি দেওয়া হয়ে থাকে এই ইউনিয়নের তরফে। এবার সেই স্বীকৃতির তালিকায় ভারতের জয়জয়কার।

আরও পড়ুন- টেরিটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে ১৫টি ইঞ্জিন