Friday, August 29, 2025

ফের নির্লজ্জ মিথ্যাচার! রেল দুর্ঘটনা কমার ভুয়ো দাবি মোদি সরকারের

Date:

আবারও নির্লজ্জ মিথ্যাচার করল মোদি সরকার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তিন দফার কার্যকালে দেশের বিভিন্ন প্রান্তে রেল দুর্ঘটনার সংখ্যা প্রবল ভাবে বৃদ্ধি পেলেও মোদি সরকারের ভুয়ো দাবি, এই সরকারের আমলে কমেছে রেল দুর্ঘটনার শঙ্কা৷

নয়াদিল্লিতে রেল মন্ত্রকের অধীনস্থ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রেল বোর্ডের চেয়ারম্যান দাবি করেছেন, প্রতি দশ লক্ষ কিলোমিটার রেল যাত্রায় কমেছে ট্রেন দুর্ঘটনার সংখ্যা৷ কিভাবে সম্ভব হয়েছে এই ঘটনা, তার উদাহরণ তুলে ধরতে গিয়ে রেল বোর্ডের চেয়ারম্যানের দাবি, ২০০১ সালে প্রতি দশ লক্ষ কিলোমিটার রেল যাত্রায় দুর্ঘটনার সংখ্যা ছিল ০.৬৫৷ এটা এখন কমে দাঁড়িয়েছে ০.০৩৷ সময়োচিত পদক্ষেপের কারণেই রেল মন্ত্রক ট্রেন দুর্ঘটনার সংখ্যা কমাতে পেরেছে বলেই দাবি জানিয়েছেন খোদ রেল বোর্ড চেয়ারম্যান৷ নয়াদিল্লিতে সংসদীয় সূত্রের দাবি, রেল বোর্ডের চেয়ারম্যানের এই দাবির পরেই সংসদীয় কমিটির সদস্য বিভিন্ন বিরোধী দলের সাংসদরা প্রশ্ন তোলেন গত দু বছরের একের পর এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে৷ এই দুর্ঘটনা গুলির পরে রেল মন্ত্রক যাত্রী সুরক্ষার নিরিখে কি ব্যবস্থা গ্রহণ করেছে, এই প্রশ্নও করা হয় বৈঠকে৷ এর উত্তরে রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা দাবি করেন, দু সপ্তাহের মধ্যে তাঁরা সংসদীয় স্থায়ী কমিটির কাছে লিখিত ভাবে জমা দেবেন যাত্রী সুরক্ষায় গৃহীত পদক্ষেপের বিবরণ৷

প্রসঙ্গত, এর আগেও সংসদে লিখিত প্রশ্নের উত্তরে মোদি সরকারের তরফে দাবি জানানো হয়েছিল বিগত ইউপিএ সরকারের তুলনায় মোদি সরকারের কার্যকালে কমেছে রেল দুর্ঘটনার সংখ্যা৷ সরকারের এই দাবিকে প্রবল কটাক্ষ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর ব্যাখ্যা ছিল, এ যেন দুটি ফেল করা ছাত্রর তুলনা৷ কে বেশি খারাপ করেছে, সেটা নিয়েই প্রতিযোগিতা চলছে৷ এটা লজ্জাজনক !

আরও পড়ুন- বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতের! তুরস্কের ইস্তানবুলে সম্মানিত কলকাতার রেডিও ডকুমেন্টারি

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version