Tuesday, August 26, 2025

মারাঠাভূমে ভোট: কোন্দলে জেরবার শাসকজোট, ৪ BJP প্রার্থীর হয়ে প্রচারে নারাজ শিন্ডে গোষ্ঠী

Date:

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার মারাঠাভূমের শাসক জোট৷ জম্মু-কাশ্মীরে এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বিজেপির সরকার গড়ার স্বপ্ন ধুলিস্যাৎ হয়েছে ৷ উপত্যকা থেকে গেরুয়া শিবিরের প্রার্থীদের খেদিয়ে দিয়েছেন জম্মু-কাশ্মীরবাসী৷ এবার শাসক শিবিরের সেই গোষ্ঠীদ্বন্দ্বই প্রবল ভাবে মাথাচাড়া দিয়েছে মহারাষ্ট্রে৷ নয়াদিল্লিতে দলীয় সূত্রের দাবি, বিজেপির চারজন প্রার্থীর বিরুদ্ধে অঘোষিত আন্দোলন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন শিবসেনার বিক্ষুদ্ধ গোষ্ঠীর নেতা-কর্মীরা৷ পূর্ব কল্যাণ, থানে, নবি মুম্বই এবং মুরবাদ আসনের বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছেন এঁরা৷ শুধু তাই নয়, এই চার বিজেপি প্রার্থীর প্রচারে অংশ নেবে না শিন্ডে গোষ্ঠী, কোনও প্রকার সহযোগিতাও করা হবে না তাদের, দাবি জানানো হয়েছে শিন্ডে গোষ্ঠীর তরফে৷ এই চারটি আসনেই শিন্ডে গোষ্ঠীর আধিপত্য আছে৷ এটা জানার পরেও যেভাবে একতরফা সিদ্ধান্তে বিজেপি এই চারটি জায়গায় তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে, তার পরে আর শিষ্টাচার বজায় রাখা সম্ভব হচ্ছে না, এমনই দাবি করছেন শিবসেনার বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতারা৷

মুম্বইয়ের ওরলি বিধানসভা আসনে কাকে প্রার্থী করা হবে, তা নিয়েও দুই দলের অন্দরে তীব্র মতানৈক্য আছে বলেই সূত্রের দাবি৷ বিধানসভা ভোটের আগে দেখা দেওয়া শাসক শিবিরের এই ফাটল গুলিই আগামী দিনে চওড়া হলে বিপাকে পড়বে রাজ্যের ক্ষমতাসীন শাসকজোট, এটা ভালোই জানেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ তাই দিল্লিতে বসে মরিয়া হয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন তাঁরা৷ মহারাষ্ট্রের গ্রাউন্ড জিরোতে এর কোনও প্রভাবই পড়ছে না বলেই সূত্রের দাবি৷

আরও পড়ুন- বেনারসে অসুস্থ পঙ্কজ দত্ত, ‘কুৎসাকারী’র দ্রুত আরোগ্য কামনা তৃণমূলের

 

 

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version