সংসদীয় কমিটির বৈঠক এড়ালেন সেবি প্রধান! সুর চড়ালো বিরোধিরা

শুধুমাত্র পর্যালোচনার (review) জন্য ডাকা বৈঠক মাধবীকে কেন এড়িয়ে যেতে হল, সেই উত্তর দিতে পারেননি বিজেপির ‘অভিযোগকারী’রা

সংসদীয় কমিটির ডাকা প্রথম বৈঠক এড়ালেন সেবি (SEBI) প্রধান মাধবী পুরি বুচ (Madhabi Puri Buch)। শুধুমাত্র সংসদের আর্থিক কমিটির পর্যালোচনা বৈঠক থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে বৈঠক এড়ালেন তিনি। স্বভাবতই সরব কংগ্রেস। যদিও বিজেপির দাবি, ‘অস্তিত্বহীন’ ইস্যুকে জাগিয়ে তোলার চেষ্টা করছে কংগ্রেস। তবে সাধারণ পিএসি (PAC)-র বৈঠক কেন এড়ালেন, তার সদুত্তর নেই বিজেপির কাছে।

সংসদীয় আর্থিক কমিটির (Parliamentary Accounts Committee) চেয়ারম্যান তথা কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল (K C Venugopal) দাবি করেন, বৃহস্পতিবার কমিটির বৈঠক ডাকা হলে আমন্ত্রণ জানানো হয় সেবি প্রধান মাধবী পুরি বুচকেও। সাধারণ আর্থিক পর্যালোচনা করার কথা বলা হয়। তবে এদিন সকালে তিনি জানান ব্যক্তিগত কারণে তাঁর পক্ষে দিল্লি গিয়ে বৈঠকে যোগ দেওয়া সম্ভব হবে না।

মাধবীর অনুপস্থিতিতে বৃহস্পতিবারই বাতিল হয়ে যায় পিএসি (PAC)-র বৈঠক। তারপরেও বিজেপির দাবি, এই ইস্যুতে কংগ্রেস অযথা রাজনীতির করছে। যদিও শুধুমাত্র পর্যালোচনার (review) জন্য ডাকা বৈঠক মাধবীকে কেন এড়িয়ে যেতে হল, সেই উত্তর দিতে পারেননি বিজেপির ‘অভিযোগকারী’রা।