সেটা গাড়ি। তাও ভাড়ার। সেখানে পার্ক বা ওয়োও রুমের মতো আচরণ করলে তা চালকের ভালো নাও লাগতে পারে। আবার তাঁর মনঃসংযোগের ব্যাঘাত ঘটাতে পারে। একাধিক অভিজ্ঞতা থেকে তিতিবিরক্ত হয়েই বোধহয় হায়দরাবাদের (Hyderabad) এক গাড়ি চালক (Car Driver) সামনের আসন থেকে পিছনের দিকে একটি ‘কড়া নোটিশ’ ঝুলিয়ে দিয়েছেন। এক যাত্রী সেই ছবি তুলে সমাজমাধ্যমে ভাইরালও করে দিয়েছেন। যদিও এ ছবি সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’। তবে গাড়িতে উঠে যুগলদের ‘অসীম রোমান্স’ চালকদের যে বিব্রত করে তা মানছেন অনেকেই।
