প্রেম করা নিষেধ: গাড়ির ভিতর কেন কড়া নোটিশ চালকের!

0
1

সেটা গাড়ি। তাও ভাড়ার। সেখানে পার্ক বা ওয়োও রুমের মতো আচরণ করলে তা চালকের ভালো নাও লাগতে পারে। আবার তাঁর মনঃসংযোগের ব্যাঘাত ঘটাতে পারে। একাধিক অভিজ্ঞতা থেকে তিতিবিরক্ত হয়েই বোধহয় হায়দরাবাদের (Hyderabad) এক গাড়ি চালক (Car Driver) সামনের আসন থেকে পিছনের দিকে একটি ‘কড়া নোটিশ’ ঝুলিয়ে দিয়েছেন। এক যাত্রী সেই ছবি তুলে সমাজমাধ্যমে ভাইরালও করে দিয়েছেন। যদিও এ ছবি সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’। তবে গাড়িতে উঠে যুগলদের ‘অসীম রোমান্স’ চালকদের যে বিব্রত করে তা মানছেন অনেকেই।‘হাই হায়দরাবাদ’ নামের একটি এক্স হ্যান্ডলের (X-Handle) অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবি দেখে তাজ্জব সবাই। বেশিরভাগই হেসে কুটোপাটি। দেখা যাচ্ছে যে, গাড়ির সামনের আসন থেকে বিজ্ঞপ্তি আকার একটি কার্ড ঝুলিয়ে রাখা হয়েছে। ইংরেজিতে লেখা সেই নিয়মাবলীর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‘সতর্কতা। গাড়িতে প্রেম করবেন না। এটি গাড়ি। আপনাদের বাড়ি বা ওয়োও নয়। সুতরাং দূরত্ব বজায় রাখুন। শান্ত হয়ে বসুন।’’ এই নোটিশ চোখে পড়তেই এক যাত্রী তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।

ছবির নীচে নানা মন্তব্য আসতে থাকে। অনেকের ধারণা চালকের (Car Driver) বোধহয় এখনও সঙ্গী জোটেনি। তাই ঈষাকাতর হয়ে এই ধরনের নিয়মাবলী। কারও মতে আবার গাড়ি চালাতে বেজায় অসুবিধায় পড়েন বলেই বাধ্য হয়ে এরকম নোটিশ টাঙিয়েছেন চালক। তবে, হায়দরাবাদ প্রথম নয়, এর আগে দিল্লি বা বেঙ্গালুরুতেও গাড়ির ভিতর এই ধরনের নিয়মাবলী ঝোলানো হয়েছে বলে মত নেটিজেনদের।