Saturday, May 3, 2025

বেআইনি গুদাম-গাড়ি পার্কিং রুখতে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

বার বার অগ্নিকাণ্ড। গত বুধবার রাতে টেরিটি বাজারে আগুন লাগে। নির্দেশ না মেনে ব্যবসা করার জন্য এই পরিস্থিতি বলে শুক্রবার নবান্নের (Nabanna) বৈঠক থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বড়বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেন কলকাতা পুলিশকে (Kolkata Police)। অগ্নিনির্বাপণ ব্যবস্থা উন্নত না করলে, প্রশাসনর তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানান দেন মুখ্যমন্ত্রী। ‘ডানা’ পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় এদিন দুপুরে মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে সাত জেলার জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই অগ্নিকাণ্ড নিয়ে ক্ষোভপ্রকাশ করে মমতা বলেন, “অনেকে হঠাৎ হঠাৎ করে আগুন লাগিয়ে দিচ্ছে। বার বার বলা হচ্ছে। একটা দমকল ঢোকার জায়গা নেই। বললে তর্ক করে। বড়বাজারে যারা আছে, কলকাতা পুলিশকে বলবে তাদের সঙ্গে বৈঠক করতে হবে। কলকাতা পুলিশ (Kolkata Police), পুরসভা আর দমকলের সঙ্গে বৈঠক করতে হবে। নিরাপত্তার জন্য হয় নিজেরা ব্যবস্থা নিন। আর না হলে আমরা ব্যবস্থা নেব। কর্মী, মানুষের প্রতি দায়বদ্ধতা নেই?” মুখ্যমন্ত্রীর অভিযোগ এমন ভাবে রাস্তায় জিনিস রেখে ছোট করে দেওয়া হয়েছে। যে প্রয়োজনে দমকলের ইঞ্জিন সেখানে ঢুকতে পারে না।

এর পাশাপাশি সরু রাস্তায় বেআইনি, গাড়ি পার্কিং নিয়েও এদিনের বৈঠক থেকে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, মহানগরীর অনেক জায়গায় অনেকেই সরু গলিতে দু-তিনটি করে গাড়ি পার্কিং করেন। তার ফলে দমকলের ইঞ্জিন, অ্যাম্বুল্যান্স কিছুই ঢুকতে পারে না। যেকোনও সময় সমস্যায় পড়বেন স্থানীয়রা। এই সমস্যা সমাধানে নির্দিষ্ট পার্কিং লটে গাড়ি রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে আলিপুরের ৬ তলার গাড়ি পার্কিং লট ‘সম্পন্ন’তে গাড়ি রাখার বলেন।

বেআইনি পার্কিং রোধে পুলিশকে মাঝে মাঝে এলাকায় সারপ্রাইজ ভিজিট করার নির্দেশ দেন মমতা। কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নয়, কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করতে বলেন মুখ্যমন্ত্রী।







Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...
Exit mobile version