Saturday, May 3, 2025

জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন আন্দোলন উঠে গিয়েছে। কিন্তু তারা দাবি-দাওয়া থেকে সরে আসেননি। আবারও ছয় দফা দাবি জানালেন আন্দোলনকারীরা। এই দাবিতে একটি ইমেল রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে পাঠানো হয়েছে ।

এর আগে জুনিয়র চিকিৎসকদের রাজ্য সরকারের কাছে ১০ দফা দাবি ছিল। সেই দাবি পূরণের জন্য তারা অনড় ছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে মুখ্যসচিব মনোজ পন্থকে ফের চিঠি পাঠানো হয়েছে। মেডিক্যাল কলেজগুলির দ্রুত সমস্যার সমাধান, টাস্ক ফোর্স বৈঠক, সেন্ট্রাল রেফারেল সিস্টেম সহ একাধিক দাবি তারা রেখেছেন।

আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। জুনিয়র চিকিৎসকরা শুরু করেন আন্দোলন। আমরণ অনশন পর্যন্ত সেই আন্দোলন চলেছে। রাজ্য সরকারের কাছে ১০ দফা দাবি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের একাধিক বার বৈঠক হয়।
সরকারি হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে কাজ চলছে। পুলিশি মোতায়েন থেকে সিসিটিভি সংখ্যা বাড়ানো৷ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। অতি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারীরা ফের বৈঠকে বসেছিলেন। শেষপর্যন্ত আমরণ অনশন আন্দোলনের পথ থেকে সরে আসেন জুনিয়র চিকিৎসকরা।
আরও একবার রাজ্য সরকারের কাছে ইমেল গেল আন্দোলনকারীদের থেকে। সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালুর দাবি ফের তোলা হয়েছে। এই বিষয়টি সব হাসপাতালে চালু করতে হবে। এই দাবি জুনিয়র চিকিৎসকদের। রোগীদের জন্য বেড সংখ্যা বাড়ানো, রোগীদের চিকিৎসা পরিষেবার উন্নতির দিকেও নজর দিতে বলা হয়েছে।








Related articles

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...
Exit mobile version