Sunday, November 9, 2025

আমাকে খুন করার চক্রান্ত চলছে! বিস্ফোরক অভিযোগ কল্যাণ, সরাসরি চ্যালেঞ্জ অভিজিৎকে

Date:

Share post:

ওয়াকফ বোর্ড সংক্রান্ত JPC-র বৈঠকে তুমুল উত্তেজনার পরে প্রথম মুখ খুলেই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhyay)। বলেন, “আমাকে খুন করার চক্রান্ত চলছে। ওরা আমাকে খুন করতে পারে।”সেদিন JPC-র বৈঠকে কী ঘটেছিল? সে বিষয়ে সরাসরি কিছু জানাতে না চাইলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “আমাকে টার্গেট করা হয়েছে, কারণ আমি প্রতিবাদ করি। অসম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষতার বিষয়ে কোন আপোশ করব না। আমাকে খুন করার চক্রান্ত চলছে। ওরা আমাকে খুন করতে পারে।”বুধবার ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বিজেপি (BJP) সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) সঙ্গে তুমুল বাগবিতণ্ডা বাধে কল্যাণের। কাচের বোতল ছোড়াছুড়ির পরিস্থিতি হয়। বোতল ভেঙে আহত হন তৃণমূল সাংসদ। এই প্রেক্ষিতেই কল্যাণের আশঙ্কা তাঁকে হত্যাও করা হতে পারে। তিনি বলেন, “আমার লড়াই চলবে, নন সেকুলার ফোর্সের বিরুদ্ধে।” আহত হওয়ার পরে জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল বা বিজেপির কোনও সাংসদই তাঁর খোঁজ নেননি বলে অভিযোগ কল্যাণের।

যে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার বচসা বাদে তাঁকে খোলাখুলি চ্যালেঞ্জ করেন পেশায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhyay)। বলেন, “ও আইনজীবী নাকি? আমি চ্যালেঞ্জ করছি ওকে সুপ্রিম কোর্টে কোনও বড় মামলায় ২০ মিনিট বিতর্ক করার জন্য।” প্রাক্তন বিচারপতি অভিজিৎকে নিশানা করে তৃণমূল সাংসদ বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় জুডিশিয়ারির কুলাঙ্গার। উকিল ছিল নাকি? ওকে চ্যালেঞ্জ করছি। কলেজিয়ামে দুই জন বন্ধুকে ধরে জাজ হয়েছে। একদিন লিগাল পয়েন্টে একটা মামলা লড়ে দেখাক।”







spot_img

Related articles

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...