Thursday, November 27, 2025

জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন আন্দোলন উঠে গিয়েছে। কিন্তু তারা দাবি-দাওয়া থেকে সরে আসেননি। আবারও ছয় দফা দাবি জানালেন আন্দোলনকারীরা। এই দাবিতে একটি ইমেল রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে পাঠানো হয়েছে ।

এর আগে জুনিয়র চিকিৎসকদের রাজ্য সরকারের কাছে ১০ দফা দাবি ছিল। সেই দাবি পূরণের জন্য তারা অনড় ছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে মুখ্যসচিব মনোজ পন্থকে ফের চিঠি পাঠানো হয়েছে। মেডিক্যাল কলেজগুলির দ্রুত সমস্যার সমাধান, টাস্ক ফোর্স বৈঠক, সেন্ট্রাল রেফারেল সিস্টেম সহ একাধিক দাবি তারা রেখেছেন।

আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। জুনিয়র চিকিৎসকরা শুরু করেন আন্দোলন। আমরণ অনশন পর্যন্ত সেই আন্দোলন চলেছে। রাজ্য সরকারের কাছে ১০ দফা দাবি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের একাধিক বার বৈঠক হয়।
সরকারি হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে কাজ চলছে। পুলিশি মোতায়েন থেকে সিসিটিভি সংখ্যা বাড়ানো৷ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। অতি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারীরা ফের বৈঠকে বসেছিলেন। শেষপর্যন্ত আমরণ অনশন আন্দোলনের পথ থেকে সরে আসেন জুনিয়র চিকিৎসকরা।
আরও একবার রাজ্য সরকারের কাছে ইমেল গেল আন্দোলনকারীদের থেকে। সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালুর দাবি ফের তোলা হয়েছে। এই বিষয়টি সব হাসপাতালে চালু করতে হবে। এই দাবি জুনিয়র চিকিৎসকদের। রোগীদের জন্য বেড সংখ্যা বাড়ানো, রোগীদের চিকিৎসা পরিষেবার উন্নতির দিকেও নজর দিতে বলা হয়েছে।








Related articles

ধর্মেন্দ্রর বায়োপিকে সলমন! বলিউডের হিম্যানের প্রয়াণের পরই কানাঘুষো শুরু

প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra)। সপ্তাহ জুড়েই সোশ্যাল মিডিয়ায় তাঁর স্মৃতিচারণায় অনুরাগীরা। বৃহস্পতির সন্ধ্যায় দেওল পরিবারের (Deol family) তরফ...

পহেলগাম-কাণ্ডে নাম জড়িয়ে বিজেপিশাসিত রাজ্যে সাইবার প্রতারণা! আইনজীবীর আত্মহত্যার অভিযোগ

ডবলইঞ্জিনের রাজ্যে সাইবার প্রতারণার শিকার হয়ে আত্মহত্যার অভিযোগ। পহেলগাম (Pahalgam) জঙ্গি হামলার সঙ্গে নাম জুড়ে দেওয়ার ভয়ঙ্কর মানসিক...

পকেট ফাঁকা মধ্যবিত্তের, অঘ্রাণের বিয়ের মরশুমে লাফিয়ে বাড়ছে সোনার দাম!

কার্তিক পেরিয়ে অঘ্রান মাস পড়তে না পড়তেই পঞ্জিকা আর ক্যালেন্ডার মিলিয়ে একের পর এক বিয়ের লগনে সোনার দোকানে...

ইমরানের মৃত্যুর খবর সম্পূর্ণ ‘ভিত্তিহীন’: জানাল জেল কর্তৃপক্ষ, কী পদক্ষেপ অবস্থানরত বোনেদের!

পাকিস্তানের জেলে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) খুন করার গুজব ওড়াল জেল কর্তৃপক্ষ। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে...
Exit mobile version