শনিতেই কমবে ‘ডানা’র দাপট! পরিষ্কার হবে আকাশ, কমবে বৃষ্টি

ঘূর্ণিঝড় ডানার সরাসরি প্রভাব না পড়লেও রেকর্ড পরিমাণ বৃষ্টির সম্মুখীন হল কলকাতা ও দক্ষিণের জেলাগুলি। বিশেষ করে হাওয়া অফিসের পূর্বাভাস মতোই টানা ভারী থেকে অতি-ভারী বৃষ্টিতে ভাসল পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা। দক্ষিণের বাকি সব জেলাতেই দিনভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হল। শুক্রবার ভোররাত থেকে শুরু হয়ে সারা দিন-রাত লাগাতার বৃষ্টিতে ভাসল শহর কলকাতাও।

তবে শনিবার থেকেই পরিষ্কার হবে আকাশ। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বাঁধভাঙা বৃষ্টি থাকবে। শনিবার সকাল থেকেই কমবে বৃষ্টির পরিমাণ। এদিন ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমন সতর্কতা জারি করা হয়নি। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই দিনাজপুর ও মালদহে।

আরও পড়ুন- ফের ট্রেন দুর্ঘটনা! লাইন থেকে ছিটকে গেল দুটি কামরা, তদন্তের নির্দেশ রেলের