থ্রেট কলচারের অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধেই। সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই সাসপেনশনে স্থগিতাদেশ জারি হয়েছে। এই পরিস্থিতিতে শনিবার গণকনভেনশন এবং সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারী অনিকেত, কিঞ্জল, দেবাশিসরা। পাল্টা নিজের কথা জানানোর জন্য মঞ্চ তৈরি করলেন আর জি করের জুনিয়র ডাক্তাদের একাংশ। নাম ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন’ (West Bengal Junior Doctors’ Association )। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে সংগঠনের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।