দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি, বিকেলের পর বৃষ্টি কমবে রাজ্যে

রবিবাসরীয় সকালে ঝলমলে আকাশ। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে আজ দিনভর আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কয়েক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিকেলের পর থেকে পরিস্থিতি বদলাবে। উত্তরের ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে।

ঘূর্ণিঝড় ‘ডানা’ (Dana) চলে যাওয়ার পর আপাতত বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। রাত এবং ভোরের দিকে হালকা হালকা হিমেল অনুভূতি শীতের আগাম বার্তা দিচ্ছে। শনিবার কয়েক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও মোটের উপর রোদ-মেঘের লুকোচুরি চলেছে। রবিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার। আলিপুর আবহাওয়া দফতর বলছে যত সময় গড়াবে অবস্থার আরও উন্নতি হবে। সপ্তাহের শুরুতেই দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী à§©à§§ অক্টোবর আলোর উৎসব কালীপুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।